scorecardresearch

দুয়ারে ১০০০ কোটি! এদিকে ফার্স্ট-ক্লাস ছেড়ে ইকোনমিতে দীপিকা, বিমানে শোরগোল

‘পাঠান’-এর সুপারস্টার নায়িকাকে দেখে উচ্ছ্বসিত বিমানের সহযাত্রীরা।

DEEPIKA PADUKONE, PATHAAN, SHAH RUKH KHAN, Shah Rukh Deepika, JOHN ABRAHAM, PATHAAN NEWS, PATHAAN BOX OFFICE RECORD, PATHAAN YASH RAJ FILM, PATHAAN RECORDS, SRK PATHAAN, PATHAAN BOX OFFICE COLLECTION, PATHAAN HALL LIST, PATHAAN SHOW TIME, BOLLYWOOD NEWS ON PATHAAN , TOLLYWOOD NEWS ON PATHAAN, SRK, SRK UNIVERSE, SRK FAN WORLD, bollywood news, bolly world news, দীপিকা পাড়ুকোন, পাঠান, শাহরুখ খান, শাহরুখ দীপিকা জন, পাঠান বক্সঅফিস, পাঠান রেকর্ড, পাঠান রিভিউ, শাহরুখ দীপিকা, শাহরুখ সলমন, পাঠান রেকর্ড, বলিউডের খবর
'পাঠান'-এর সুপারস্টার নায়িকা দীপিকা পাড়ুকোনকে নিয়ে বিমানে শোরগোল

বক্সঅফিসে হাজার কোটির দোরগোড়ায় ‘পাঠান’। গগনচুম্বী সাফল্যে আর রেকর্ড ব্যবসায় গোটা বলিউডের ভাগ্যচাকা ঘুরিয়েছে। আর বিশ্বজুড়ে ঝড় তুলে দেওয়া সেই সিনেমার নায়িকাই কিনা এবার ফার্স্ট ক্লাস ছেড়ে ইকোনমি ক্লাসে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই বিমানসফর করলেন! যা দেখে সকলেই চমকে উঠলেন সহযাত্রীরা। অতঃপর বিমানে দীপিকা পাড়ুকোনকে নিয়ে শোরগোল।

শাহরুখ খানের হিট নায়িকা তিনি। বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী বললেও অত্যুক্তি হয় না! অনস্ক্রিন দীপিকা পাড়ুকোন মানেই সিনেমা সুপারহিট, তাঁর ফিল্মি কেরিয়ারের গ্রাফ দেখলেই তা স্পষ্ট হয়। শাহরুখ খানের পাঠান তার জ্বলন্ত উদাহরণ। এদিকে সিনেমা যখন হিশ্বের বক্সঅফিসে একেক করে সমস্ত হিন্দি সিনেমা তথা ভারতীয় ছবির রেকর্ড ভেঙে চলছে, তখন ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের কিন্তু কোনও অহমবোধ নেই। সাধারণভাবেই বিজনেস ক্লাসে ঘুরছেন।

সুপারস্টার নায়িকাকে দেখে সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করার সুযোগ ছাড়লেন না এক সহযাত্রী। যা কিনা নেটদুনিয়ায় প্রকাশ্যে আসতেই দাবানল গতিতে ভাইরাল। বেশরম গানে যে গেরুয়া রং নিয়ে বিপত্তি বাঁধিয়েছিলেন, এবার সেই রঙেরই জাম্পস্যুট পরে বিমানে সফর করছেন। তবে অভিনেত্রীর গন্তব্য সম্পর্কে জানা যায়নি।

[আরও পড়ুন: হাজার কোটির বাউন্ডারিতে ‘পাঠান’, ২২ গজে নাচ কোহলি-জাদেজার, শাহরুখ বললেন, ‘শিখুন’]

প্রসঙ্গত, বক্সঅফিসের অঙ্ক বলছে ইতিমধ্যেই ‘পাঠান’ ৯৭০ কোটি টাকা কামিয়ে নিয়েছে। আর ভারতে মোট ৫০০ কোটি টাকার ব্যবসা করেছে। এযাবৎকাল এত দ্রুত এই বিপুল পরিমাণ অঙ্কের ব্যবসা কোনও হিন্দি ছবিই করতে পারেনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Deepika padukone travels economy maintains low profile amid pathaans massive hit