কান-এ পৌঁছে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে তার কারণটা নিশ্চই আর আলাদা করে বলার দরকার পড়ে না। কান বললেই যে ফেস্টিভ্যাল মাথায় ঘুরপাক খায় সেই জনপ্রিয় কান চলচ্চিত্র উৎসবেই যোগ দিতে গিয়েছেন ডিভা। প্রত্যেকবারের মত এবছরও আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের হয়ে রেড কার্পেটে হাঁটলেন তিনি।
নিজেই সেই লুক শেয়ার করলেন দীপিকা। বলিউড মস্তানি নজর কাড়লেন কানে উপস্থিত সমস্ত গুণীজনদের। লেন্সবন্দি করলেন সমস্ত ফোটোগ্রাফাররা।
আরও পড়ুন, ঋষভ বাজাজ এবার করণ সিং গ্রোভার
এতকিছুর আগে কানে পৌঁছেই ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন রণবীর ঘরণী। রেড কার্পেট নিয়েও সেখানে কথা বলতে দেখা গেল তাঁকে। ভিডিও ক্যাপশনে লিখেছেন, ''হেয়ার উই গো...কান ২০১৯''।
কিছু বছর ধরেই কানের অতিথি হয়ে রেড কার্পটে হেঁটেছেন দীপিকা পাড়ুকোন। দিন কয়েক আগে মেট গালাতেও দেখা গেছে তাঁকে। জ্যাক পোসেনের পোশাকে পিঙ্ক কার্পেটে হেঁটেছিলেন তিনি। দীপিকার তৈরি হওয়ার নেপথ্য ভিডিও তিনি বলেছেন তাঁর স্বামী রণবীর সিং মেট গালার জন্য একদম মানানসই। রণবীরের ফ্যাশন মেট গালার জন্য আদ্যন্ত সঠিক।
আপাতত মেঘনা গুলজারের 'ছপক' ছবির শুটিং করছেন দীপিকা পাড়ুকোন। এমনকী এই ছবির সহ-প্রযোজকও তিনি। অ্যাসিড আক্রান্তের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ২০২০ র ১০ জানুয়ারী মুক্তি পাচ্ছে 'ছপক'।
Read the full story in English