অস্কারের মঞ্চে ‘সঞ্চালক’ দীপিকা, বাড়ি বসে বউয়ের ‘চিয়ার লিডার’ রণবীর!

বউ যদি এমন হয়, তবে আনন্দ আর ধরে কে…? লাফাচ্ছেন রণবীর!

Ranveer singh, Ranveer singh bollywood, Ranveer singh deepika padukone, Ranveer singh bolly news, Ranveer singh prasies deepika, deepika padukone bollywood, deepika padukone at oscar, deepika padukone oscar 95, deepika padukone bollywood, deepika padukone FIFA, deepika padukone bolly news, দীপিকা পাডুকোন, রণবীর সিং, অস্কারের মঞ্চে দীপিকা পাডুকোন
অস্কারের মঞ্চে দীপিকা পাডুকোন

স্টার হবে তো এমন, বলিউড সুন্দরী দীপিকার সাফল্য সীমা ছারাচ্ছে। কান-গোল্ডেন গ্লোব এখন সব অতীত। আন্তর্জাতিক স্তরে এখন একটাই নাম…দীপিকা। এবার সিনেমার শ্রেষ্ঠ মঞ্চ আলকিত করতে চলেছেন অভিনেত্রী।

অস্কারের মঞ্চে সঞ্চালনার ভুমিকায় দেখা যাবে তাঁকে। সেই তালিকা নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং এই সুখবর জানার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল। দীপিকাকে শুভেচ্ছা জানাচ্ছেন সকলে। ভারতীয়দের কাছে এক নিতান্তই গর্বের বিষয়। বলি সুন্দরীকে কুর্নিশ জানাচ্ছেন দেশবাসী।

যদিও এই প্রথম নয়, বরং বিশ্ব ফুটবলের ময়দানে অর্থাৎ FIFA- য় ট্রফি উন্মোচনে দেখা গিয়েছিল তাঁকে। এবার, অস্কারের মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। এর আগে, প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গিয়েছিল এই ভুমিকায়। তখন থেকেই আশায় বুক বেঁধেছিলেন অনেকে, কবে আবার ভারতের কেউ পুরস্কার নেবেন? যদিও এই আশা পূরণ হবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু দীপিকা যে এবার পুরস্কার দেবেন সেইকথা একদম পরিস্কার।

এদিকে, বউয়ের কীর্তিতে আনন্দে আত্মহারা রণবীর সিং। বাড়ি বসে হাততালি দিচ্ছেন অভিনেতা। দীপিকার পোস্টেই মিলল সেই ঝলক। শুধু তাই নয়, বোন অনিশা পাডুকোন সমান উত্তেজিত। এখন সকলেই অপেক্ষারত অস্কারের মঞ্চে দীপিকাকে দেখবেন বলে। যদিও, দীপিকার এই সাফল্যে বেশিরভাগের বক্তব্য, বয়কট গ্যাং কই গেল?

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Deepika padukone will be presenting at oscar

Next Story
মাঝরাতে মন্নতের পাঁচিল টপকে সোজা শাহরুখের অন্দরমহলে ২ যুবক, তারপর ধুন্ধুমার কাণ্ড!
Exit mobile version