scorecardresearch

প্রভাসের ছবির সেটে এতগুলো খাবার একাই খেয়ে নিলেন দীপিকা! তারপর?

ছবি শেয়ার করে কী জানান দিলেন অভিনেত্রী?

Deepika Padukone, Project K, Prabhas, Deepika Padukone wraps Project K, দীপিকা পাড়ুকোন, নাগ অশ্বিন, প্রভাস, প্রজেক্ট কে, bollywood, bengali news today
দীপিকা পাড়ুকোন

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। হায়দরাবাদে চলছিল শুটিং। সেই সিনেমার সেট থেকেই টেবিলে সাজানো রকমারি খাবারের ছবি শেয়ার করেছেন নায়িকা। অনুরাগীরা বলছেন, দীপিকা যেরকম ফিটনেস ফ্রিক, তিনি কিনা এসব মশালাদার খাবার একাই সাবাড় করে দিলেন!

দীপিকা পাড়ুকোন অবশ্য, চোদ্দ রকমের পদ শেয়ার করে সেখানেই উত্তর দিয়েছেন যে, তিনি একা নন, তাঁর সঙ্গে প্রভাসও কবজি ডুবিয়ে খেয়েছেন। কিন্তু হঠাৎ সিনেমার সেটে এত এলাহি আয়োজন কেন? আসলে ‘প্রজেক্ট কে’ ছবির প্রথম শিডিউলের শুট সদ্য শেষ হয়েছে। আর সেই উপলক্ষেই গোটা টিম নিয়ে উদযাপনে মেতেছেন দীপিকা-রণবীর।

অনেক আগেই শোনা গিয়েছিল যে, নাগ অশ্বিনের পরবর্তী ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের (Prabhas) সঙ্গে জুটি বাঁধবেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। মোটা বাজেটের এই সিনেমা নিয়ে কৌতূহলের অন্ত নেই। কারণটা অবশ্যই কাস্টিং! বলিউডের ‘মস্তানি’র সঙ্গে পর্দায় রোমান্স করতে দেখা যাবে ‘বাহুবলী’ প্রভাসকে। রয়েছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও। ডিসেম্বরের ৪ তারিখ শুরু হয়েছে সেই বহু প্রতীক্ষিত সিনেমার শুটিং। ফেরার পথে বিমান সফরের ছবি শেয়ার করে হায়দরাবাদকেও ধন্যবাদ জানিয়েছেন দীপিকা পাড়ুকোন।

[আরও পড়ুন: DDLJ স্টাইলে মেহেন্দি-সঙ্গীত সারলেন অঙ্কিতা লোখান্ডে, ‘হবু’ ভিকির বাজিমাত! দেখুন ভিডিও]

প্রসঙ্গত, শুট শুরুর প্রথম দিন ভূমিকন্যাকে স্বাগত জানাতে কোনওরকম কসরত ছাড়েননি নির্মাতারা। ফুল সাজানো থালায় হলুদ, কুমকুম। সঙ্গে দক্ষিণী শাড়ি। তার সঙ্গে মানানসই সাদা, বেগুনি রঙের চুড়ি। খোপা সাজানোর জন্য ফুলের গজরাও। এসবের পাশাপাশি পরিচালক নাগ অশ্বিনের (Nag Ashwin) লেখা এক বিশেষ নোট। তাতে লেখা ছিল, “দক্ষিণ ভারতের কন্যা, যিনি কিনা গোটা বিশ্বের হৃদয়ে রাজ করছেন, ভূ-ভারতের রাজকন্যে, স্ব-ভূমিতে তোমাকে স্বাগত দীপিকা।”

একাধিক ভাষায় মুক্তি পাবে এই মোটা বাজেটের ছবি। দীপিকা প্রসঙ্গে এর আগে পরিচালক জানিয়েছিলেন, “দীপিকা পাড়ুকোন এই চরিত্র অভিনয় করছে বলে ভীষণ উচ্ছ্বসিত আমি। মেইনস্ট্রিম অভিনেত্রীদের কেউ এর আগে এহেন চরিত্রে অভিনয় করেননি। তাই সকলের জন্যই একটা চমক থাকছে। তবে বিশেষভাবে উল্লেখ্য, দীপিকা-প্রভাস জুটি। আশা করি, ওদের জুটি দর্শকদের মনে রয়ে যাবে।” প্রসঙ্গত, ‘প্রজেক্ট কে’র সুবাদেই প্রথমবার দীপিকার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রভাস।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Deepika padukone wraps project k shares pic of a celebratory meal with prabhas