উন্মুক্ত কাঁধ। পরনে কালো মারমেইড স্টাইলের গাউন। ঘাড়ে আঁকা 82'E ট্যাটু! মেসি বান। ন্যুড মেকআপ। হাতে গলায় হিরে-পোখরাজের গয়না… আহা! অস্কারের মঞ্চে যেন আগুন ধরিয়ে দিলেব দীপিকা পাড়ুকোন। বলিউড মস্তানির গ্ল্যামার যেন ঠিকরে পড়ছে। চোখ ফেরানোই দায়। হাসিমুখে দেশের সিনে-সংস্কৃতির দূত হিসেবে নজর কাড়লেন ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে।
এদিকে দেশি-কন্যা দীপিকার অস্কার সাজ দেখে তোলপাড় গোটা ভারত। টিভির পর্দায় তাঁর উজ্জ্বল উপস্থিতি দেখে মুগ্ধ হল 'কাশ্মীর টু কন্যাকুমারি'..। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে আগেই নজর কেড়েছেন। এবার অস্কার অনুষ্ঠানেও বাজিমাত করলেন বলিউড সুন্দরী। কালো পোশাকে অস্কারের রেড কার্পেটে একেবারে যেন 'ব্ল্যাক লেডি'। তাঁর অস্কার পোশাক নিয়েও শোরগোলের অন্ত নেই।
মায়ানগরীর থেকে মার্কিন মুলুকে রওনা হওয়ার দিনই বিমানবন্দরে কালো পোশাকে নজর কাড়েন দীপিকা পাড়ুকোন। তখন থেকেই তাঁর অস্কার সাজ নিয়ে জল্পনার শুরু। প্রতিবারের মতো এবারেও চমকে দিলেন বলিউড মস্তানি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার আগে ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন তাঁর 'আউটফিট অফ দ্য ডে'।
<আরও পড়ুন: Oscars 2023: ভারতকে ‘অস্কার উপহার’ RRR রাজামৌলীর, পিঠ চাপড়ে ‘বিরাট নম্বর’ দিলেন মোদী>
লুই ভিত্তোঁর কালো বল গাউন। হাতে কালো গ্লাভস। গলায় কার্টিয়ার সংস্থার হিরের নেকলেস, যার মধ্যমণি পোখরাজের লকেট। হাতেও হিরের ব্রেসলেট ও আংটি। আর হালকা মেসি বান। মেকআপও খুব চড়া নয়। মুখে হালকা বেস। ঠোঁটে ন্যুড লিপস্টিক। আর টানা টানা চোখে উইঙ্গড আইলাইনার.. অনেকটা আশির দশকের হলিউড হিরোইন! এতেই যেন অস্কার সন্ধের আসরে দীপিকা পাড়ুকোনের দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে উঠেছিল।
এদিনের অস্কার অনুষ্ঠানে রাজামৌলী পরিচালিত RRR-এর নাটু নাটু গানের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন দীপিকা। একগাল হাসি নিয়ে দেশের বিনোদন ইন্ডাস্ট্রির জন্য গর্বিত দীপিকার মন্তব্য, "নাটু নাটু দারুণ এনার্জেটিক একটা গান।"