scorecardresearch

রণবীরকে ছাড়া ভূটানে একাই ঘুরছেন দীপিকা! ভাইরাল ভক্তদের সেলফি, ‘ডিভোর্স?’ প্রশ্ন নেটপাড়ার

ভূটানে একাই কী করছেন দীপিকা পাড়ুকোন?

Deepika padukone, Deepika padukone bhutan, deepika padukone bhutan photos, deepika padukone news, deepika bhutan, deepika padukone vacation photos, Ranveer Singh, Ranveer Deepika, দীপিকা পাড়ুকোন, ভূটানে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর দীপিকা, বলিউডের খবর,
ভূটানে একাই ঘুরছেন দীপিকা পাড়ুকোন, অনুপস্থিত রণবীর সিং!

নেই রণবীর সিং। ভূটানের ইতি-উতি একাই ছুটি কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। কখনও কোনও রেস্তারায় ঢুঁ মেরে প্রাদেশিক রসনায় মজেছেন, তো কখনও বা ভক্তদের আবদার মেটাতে সেলফি তুলছেন। আর সেই ছবি ভূটান থেকে ছড়িয়ে পড়িয়েছে নেটমাধ্যমে।

প্রসঙ্গত, ৪ বছরের দাম্পত্য কাটাচ্ছেন রণবীর-দীপিকা। বছর তিনেক বলিউডের আনাচে-কানাচে মাখোমাখো ব়্যোমান্টিক উপস্থিতির পর বর্তমানে দুই তারকাই নিজেদের কাজে বেজায় ব্যস্ত। কখনও শুটিংয়ের জন্য দীপিকা পাড়ুকোনকে বিদেশ-বিভুঁইয়ে কাটাতে হয় তো কখনও বা রণবীর সিংকে। স্বামী-স্ত্রীকে খুব কমই আজকাল হাইপ্রোফাইল পার্টিতে দেখা যায়। সেসবের মাঝেই মাসখানেক ধরে বিটাউনে জোর গুঞ্জন যে রণবীর-দীপিকার নাকি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে! এবার ভূটানে বলিউড পদ্মাবতীকে একা দেখে ফের দুয়ে দুয়ে চার করে অনুরাগীদের কৌতূহল- ‘তাহলে কি সত্যি সত্যি ডিভোর্স হচ্ছে?’

[আরও পড়ুন: -১১০ ডিগ্রিতেও জিমে ঘাম ঝরাচ্ছেন! ষাটোর্ধ্ব অনিল কাপুরকে দেখে তাজ্জব নেটপাড়া]

সেই উত্তর সময়ের অপেক্ষায় থাকলেও বলা ভাল দীপিকা কিন্তু দিব্যি মজা করছেন ভূটান ট্যুরে। তবে ছুটি কাটাতে গিয়েছেন না কোনও কাজের সূত্রে, তা অজানা। ভক্তদের সেলফিতেই কখনও দীপিকা পাড়ুকোনকে দেখা গেল ব্রাউন কর্ড সেট, ধূসর রঙের ওভারকোট, কালো রোদশমায়। আবার কখনও বা কালো টার্টেল নেক টি শার্ট পরনে। একটা ভিডিওতে আবার ব্যগপত্তর নিয়েও হাঁটতেও দেখা গেল। তবে ভাইরাল হল ভক্তদের সঙ্গে তোলা সেলফিতে।

দীপিকার কোনও পারিবারিক সদস্য তো দূরঅস্ত কোনও বন্ধুবান্ধবকেও দেখা গেল না ভূটানের ছবিতে। এক ক্যাফেতে খেতে গিয়ে, সেখানকার রাঁধুনিদের সঙ্গেও দিব্যি ছবি তুলেছেন অভিনেত্রী। আর পদ্মাবতীকে একা দেখেই ভক্তদের মনে রণবীর সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সংশয়।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Deepika padukones selfies with fans from bhutan go viral