/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/deepi.jpg)
Deepika-Ranveer: দিপিকা-রনবীরের সঙ্গে ধস্তাধস্তি?
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং - সন্তান আসার খবর দিয়েছেন তারা। নতুন সদস্য আসার আগে, বেশ খুশি দুজনেই। চোখে মুখে হাসি পরিস্ফুট। কিন্তু...
নতুন, মানুষ আসছে। বলিউড তারকাদের মধ্যে বাকি ছিলেন এই দুজনই। শুধু তাই নয়, কিছুদিন আগেই সন্তান আসার খবর দিয়েছেন বরুণ ধাওয়ানও। বিরাট অনুষ্কা দ্বিতীয়বারের মতো অভিভাবক হয়েছেন। দীপিকার শাড়ি পড়া বেবি বাম্প আড়াল করার চেষ্টা হলেও ফাঁকি পড়েনি মানুষের চোখে। অর্থাৎ? সেদিন থেকেই অনেকে ভেবে নিয়েছিলেন দীপিকা অন্তঃসত্বা।
আর হলও তাই। দুদিন আগে তারা জানিয়েছেন, সেপ্টেম্বরে আসতে চলেছে নতুন সদস্য। আর তারপরই আম্বানি পরিবারের বিয়েতে যোগ দিতে গিয়েছেন তারা। কিন্তু, শান্তি নেই! কোথাও যেন শান্তি নেই। আম্বানির বিয়েতে গিয়ে এমন অবস্থা হল তাদের যেন রক্ষে নেই। একেই অন্তঃসত্বা দীপিকা। তারমধ্যে এই অবস্থা!
আরও পড়ুন - লিডিং নয়নতারার সঙ্গে অবিচার! সব দীপিকার জন্য? শাহরুখ-অ্যাটলির ওপর চটলেন অভিনেত্রী
হবু বাবামাকে সামনে পেয়ে পাপারাজিদের আনন্দের শেষ নেই। জামনগরে তারা পৌঁছতেই ঘিরে ধরলেন বাকিরা। প্রকাশ্যে সাধুবাদ জানালেন। কিন্তু, দীপিকার শরীরের খেয়াল কেউ করলেন না? এই অবস্থায় এত ঠেলাঠেলি, এত ধাক্কাধাক্কি মোটেই সহজ কথা নয়। আর এতেই চটলেন দীপিকা অনুরাগীরা। প্রকাশ্যে ক্ষোভ দেখালেন তারা। বললেন...
একটা মানুষ যিনি অন্তঃসত্বা তাঁকে ধাক্কা দেওয়ার খুব দরকার? আবার কেউ বললেন, এই আচরণগুলো একেবারেই মেনে নেওয়া যায় না। আবার অন্য কেউ বললেন, এগুলো ভয়ঙ্কর। রণবীর একা থাকলে ঠিক আছে, কিন্তু দীপিকাকে সতর্ক রাখা উচিত। কিন্তু, অভিনেতা এবং স্বামী রণবীর, তাঁকে আগলে রেখেছেন নিজের মতো করে। যাতে অভিনেত্রী পড়ে না যান, যাতে সুস্থ থাকেন। সব ব্যবস্থায় করছেন।