Ranveer-Deepika: 'ব্যাঙ্ক লুটবেন নাকি...', গাড়ি থেকে কেন সকলকে দূরে থাকতে বললেন রণবীর-দীপিকা?

Deepika-Ranveer Trolled: আজকে তাঁদের দেখা গেল কালো রঙের পোশাকে। যদিও বা তাঁদের দেখে এমন বক্তব্য সকলের যে মুম্বাইতে কি গরম পরে না? আবার কেউ বললেন, এদের সবেতেই অতিরিক্ত।

Deepika-Ranveer Trolled: আজকে তাঁদের দেখা গেল কালো রঙের পোশাকে। যদিও বা তাঁদের দেখে এমন বক্তব্য সকলের যে মুম্বাইতে কি গরম পরে না? আবার কেউ বললেন, এদের সবেতেই অতিরিক্ত।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
ranveer- deepika trolled

Ranveer-Deepika: গাড়িতে কী এমন লুকিয়ে রেখেছেন তাঁরা? Photograph: (Instagram)

Ranveer-Deepika: ব্যাঙ্ক লুটবেন? মুম্বাইয়ে গরম নেই? আরও কীসব প্রশ্ন ধেয়ে এল তাঁদের দিকে। দীপিকা পাডূকোন এবং রণবীর সিং এই দুজন নিজেদের ফ্যাশন সেন্সের জন্য দারুণ জনপ্রিয়। কিন্তু মাঝে মধ্যেই আবার তাঁরা ট্রোল পর্যন্ত হন। এবারও ব্যতিক্তম না। তাঁদের পোশাকের কারণেই নানা সমোলচনার মুখে তারকা দম্পতি। 

Advertisment

আজকে তাঁদের দেখা গেল কালো রঙের পোশাকে। যদিও বা তাঁদের দেখে এমন বক্তব্য সকলের যে মুম্বাইতে কি গরম পরে না? আবার কেউ বললেন, এদের সবেতেই অতিরিক্ত। অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দীপিকা ও রণবীরকে মুম্বাই বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

দীপিকা একটি কালো ফুল-হাতা টি-শার্ট পরেছিলেন এবং একটি কালো শার্টের সাথে আলগা কালো বটমস পরেছিলেন। রণবীর একটি কালো টার্টলনেক টি-শার্ট এবং প্যান্ট বেছে নিয়েছিলেন, যার পরিপূরক একটি দীর্ঘ ট্রেঞ্চ কোট। চোখে ছিল কালো চশমা। একদিকে যেমন কেউ কেউ তাঁদের এই পোশাককে পাওয়ার কাপল দ্রেস বলে সম্বোধন করেছেন ঠিক তেমন, কেউ কেউ তাঁদের এহেন গরমে এই পোকাশে দেখে ক্লান্ত। তাঁরা বলছেন...

Advertisment

"কেন তারা এমন পোশাক পরে আছে যে তারা কোনও ব্যাঙ্ক বা কাউকে লুট করতে চলেছে?", অন্য একজন লিখেছেন, "বাহ .. মুম্বাইয়ে মনে হয় আজকে বরফ পড়েছে।" আরেকজন মন্তব্য করেছেন, এই অত্যন্ত গরমে কী করে সম্ভব?"
এদিকে তাঁদের ভিডিওর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে আরেকটি দৃশ্য। সন্তানের মুখ না দেখানো এখন ট্রেন্ড, তাঁরাও একই পথে হাঁটছেন। মেয়ের নাম রেখেছেন দুয়া কিন্তু তাঁকে সকলের সামনে আনেন নি।

আজও তাঁরা পাপারাজ্জিদের সেরকম অনুরোধ করলেন। গাড়িতে মেয়ে ছিল বলেই সামনে সকলে ক্যামেরা নিয়ে যেতে না করলেন তাঁরা। রনবীর নিজের দায়িত্বেই সেখান থেকে তাঁদের সরিয়ে দিলেন। 

Bollywood Actor bollywood Ranveer Singh bollywood actress deepika padukone