Tv Actress Hospitalized: চোখে-মুখে কালি-হাতে স্যালাইনের চ্যানেল! তড়িঘড়ি কেন হাসপাতালে ছুটেছেন জনপ্রিয় অভিনেত্রী?

Tv Actress Health: অসুস্থ জনপ্রিয় অভিনেত্রী দীপিকা সিং। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী-চোখে মুখে ক্লান্তির ছাপ আর হাতে স্যালাইনের চ্যানেল। প্রিয় অভিনেত্রীর এইরকম ছবি দেখে মন ভারাক্রান্ত অনুরাগীদের। তবে দীপিকা নিজেই ভক্তদের চিন্তা কিছুটা কমিয়ে দিয়েছেন। একটি ভিডিওবার্তায় জানিয়েছেন তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন।

Tv Actress Health: অসুস্থ জনপ্রিয় অভিনেত্রী দীপিকা সিং। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী-চোখে মুখে ক্লান্তির ছাপ আর হাতে স্যালাইনের চ্যানেল। প্রিয় অভিনেত্রীর এইরকম ছবি দেখে মন ভারাক্রান্ত অনুরাগীদের। তবে দীপিকা নিজেই ভক্তদের চিন্তা কিছুটা কমিয়ে দিয়েছেন। একটি ভিডিওবার্তায় জানিয়েছেন তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tv Actress Hospitalized

অভিনেত্রীর লেটেস্ট আপডেটে মন খারাপ ভক্তদের

Tv Actress Health Update: একটা সময় অন্যতম জনপ্রিয় হিন্দি মেগার তলিকায় ছিল 'দিয়া অউর হাতি হাম'। আর এই ধারাবাহিকের সৌজন্য়েই দর্শকের ঘরের মেযে হযে উঠেছিলেন দীপিকা সিং। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেত্রী। তাঁর একটা বিরাট ফ্যান বেসও রয়েছে। ব্যক্তিগত জীবনের নিত্য নতুন আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তবে অভিনেত্রীর লেটেস্ট আপডেটে মন খারাপ ভক্তদের।

Advertisment

কারণ এই মুহূর্তে অসুস্থ জনপ্রিয় অভিনেত্রী দীপিকা সিং। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী-চোখে মুখে ক্লান্তির ছাপ আর হাতে স্যালাইনের চ্যানেল। প্রিয় অভিনেত্রীর এইরকম ছবি দেখে মন ভারাক্রান্ত অনুরাগীদের। তবে দীপিকা নিজেই ভক্তদের চিন্তা কিছুটা কমিয়ে দিয়েছেন। একটি ভিডিওবার্তায় জানিয়েছেন তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন। সেই সঙ্গে হেলথ আপডেট দিয়ে জানিয়েছেন, তাঁর জন্য যেন প্রিয়জনেরা দুঃশ্চিন্তা না করেন।

 

ইন্সটা থেকে টুইটার সব সোশ্যাল মিডিয়াতেই দীপিকা খোলসা করেছেন কেন তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়ছিল।  অভিনেত্রী একটি ছোট্ট ভিডিও ক্লিপে বলেছেন 'হ্যালো, আমি এখন বাড়িতে ফিরে এসেছি। আগের তুলনায় এখন অনেকটাই ভাল আছি। আমার ব্লাড প্রেসার অনেকটা কমে গিয়েছিল। অসুস্থ হয়ে পড়েছিলাম। কোনও কাজ করতে পারছিলাম না। শুটিং-এ ছুটি বলে যেতে হয়নি সেটাই রক্ষে। প্রচণ্ড পরিমানে অ্যাসিডিটি হয়ে গিয়েছিল। সেই জন্যই অস্বাভাবিক মাথা যন্ত্রণা আর ব্লাস প্রেসার একদম কমে গিয়েছিল।'

Advertisment

বর্তমানে শারীরিক পরিস্থিতি কেমন আছে সেই প্রসঙ্গে আরও যোগ করেন, 'আমার হাতে চ্যানেল করা ছিল। তবে এখন সেটি খুলে দেওয়া হয়েছে। প্রায় দেড়ঘণ্টা আমার স্যালাইন চলেছে। চিকিৎসকের আমি ধন্যাবাদ জানাচ্ছি। তাঁদের জন্যি আমি সুস্থ হয়েছি। ওঁরাই আমাকে সবসময় সাহায্য করেন। আমার জীবন বাঁচান। শরীরে সোডিয়ামের পরিমান কমে গিয়ে ব্লাড প্রেসার কমে গিয়েছিল। এর ফলে এমন অ্যাসিডিটি হয়ে বমি শুরু হয়। তবে এখন আমি প্রায় সম্পূর্ণই সুস্থ বলা যায়। আমার জন্য কেউ দুঃশ্চিন্তা করবেন না। আগামিকাল আমি সেটে গিয়ে শুটিংও করব।' উল্লেখ্য, দীপিকা সিং  হাসপাতালের বিছানায় হাতে স্য়ালাইনের চ্যানেল লাগানো অবস্থায় ছবি পোস্ট করে লিখেছিলেন, এটাও আমার জীবনের চরম সত্য। আমার জীবন রক্ষা করার জন্য চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ। 

আরও পড়ুন: অর্থাভাবে সব শেষ! জটিল রোগে আক্রান্ত হয়ে চিরঘুমের দেশে জনপ্রিয় অভিনেতা

Hindi language hindi serial Hindi Television Deepika Singh