Advertisment

লকডাউনে দুই সন্তানের বাবা! কপিলকে খোঁচা দীপিকার, উত্তরে কী বললেন কমেডিয়ান?

দুজনের কথোপকথনে মজে নেট পাড়া......

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

কপিল শর্মা - দীপিকা পাডুকোন

কমেডিয়ান কপিল শর্মা ( Kapil Sharma ) যে দীপিকা পাডুকোনের ( Deepika Padukone ) একনিষ্ঠ ভক্ত সেটি আর বলার অপেক্ষা রাখে না। যখনই দীপু তার সামনে উপস্থিত থাকেন, কথা আটকে যাওয়ার জোগাড়। সব শব্দ যেন ওলোট পালোট হয়ে যায়। এবারও ব্যতিক্রম নয়, গহেরাইয়ান ছবির প্রচারে এসেই দীপিকার সঙ্গে ফের খুনসুটি চালু কপিলের, তবে এবার চুপ করে থাকেননি অভিনেত্রী, কপিলকে নিজের মত করেই বাক্রুদ্ধ করে দিলেন। 

Advertisment

শোতে দীপিকা আসতেই কপিলের প্রেমিক হাবভাব শুরু হয়ে যায়। যেই মুহুর্তে দীপিকা জিজ্ঞেস করেন কপিল ভাল আছেন কিনা, তার সাফ বক্তব্য এভাবে তো আগেও জিজ্ঞেস করলে পারতেন! তাহলে তার মনের কথা অনেকদিন আগেই বুঝিয়ে দিতেন..... তবে একেবারেই চুপ করে থাকেননি অভিনেত্রী। হাসির ছলেই কপিলকে চমকে দিলেন, বললেন - আপনি তো কবেই আগে এগিয়ে গেছেন। একেবারেই সন্দেহ নেই দেড় বছরে দুই বাচ্চা - এইদিকেই ইঙ্গিত করেছেন তিনি। কপিল বেশ কিছুক্ষণ চুপ থাকার পর মজার জবাব দিলেন বটে! বললেন, "আপনারা লকডাউনে এত ছবি বানিয়েছেন, তাই আমার যেটা বানানোর ক্ষমতা ছিল সেটাই করেছি।" উত্তর শুনেই হাসির রোল গোটা ফ্লোর জুড়ে। 

কপিল যে দীপিকাকে নিয়ে মারাত্মক পসেসিভ তার দর্শন মিলেছে বহুবার। এবারও সিদ্ধান্ত চতুর্বেদী এবং ধৈর্য করওয়ার সঙ্গে দীপিকা কাজ করেছেন ভেবেই হালকা শত্রুতাও দেখিয়ে ফেললেন। তবে সম্পূর্ণ শো চলাকালীন অর্চনা পূরণ সিং নিজের কাজে এক্কেবারে অটল, কপিল যে বিবাহিত সেই কথা বারবার মনে করাচ্ছিলেন তিনি। 

প্রসঙ্গত, সিনেমা নিয়েই দিব্যি আলোচনায় ডুবেছিলেন সকলে। দীপিকার গোয়া সবসময়ই পছন্দের, শোনা মাত্রই কপিলের বক্তব্য, সে ওই হোটেলের সেবক হতেও পছন্দ করবে যেখানে দীপিকা যান।

kapil sharma deepika padukone
Advertisment