Kapil Dev, Ranveer Singh, Deepika Padukone: এই বছরটা দীপিকা পাডুকোনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সদ্য় শেষ হয়েছে মেঘনা গুলজারের ছবি 'ছপক'-এর শুটিং। ওদিকে রণবীর সিং প্রায় মাসখানেক আগেই '৮৩' ইউনিটের সঙ্গে উড়ে গিয়েছেন লন্ডন কারণ ওই ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এবার ওই একই ছবির সঙ্গে যুক্ত হলেন দীপিকা পাডুকোনও। কারণ কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রও রয়েছে ছবির চিত্রনাট্যে। আর সেই চরিত্রে রণবীরের বিপরীতে থাকছেন রণবীরের স্ত্রী স্বয়ং।
গত বছর বিয়ের পরে রণবীর-দীপিকা জুটিকে এখনও পর্যন্ত দেখা যায়নি পর্দায়। বিয়ের পরে দু'জনেই নিজের নিজের প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু বিয়ের পরে রণবীর-দীপিকাকে বড়পর্দায় আবারও জুটি হিসেবে দেখার জন্য় দুতরফের ফ্য়ানেরাই অধীর অপেক্ষায় রয়েছেন। সেই আশা পূরণ হবে কবির খান-এর '৮৩'-তে।
আরও পড়ুন: মেয়ের বিয়ে দিতে চান অমৃতা, কী বললেন সারা?
১৯৮৩-র বিশ্বকাপে ইন্ডিয়া ক্রিকেট টিমের ঐতিহাসিক জয় নিয়েই তৈরি হচ্ছে ছবি। বলিউডে এখনও পর্যন্ত সবচেয়ে বড় বাজেটের স্পোর্টস ছবি বলেই ঘোষণা করা হয়েছে '৮৩'-কে। অসাধারণ একটি অনসম্বল কাস্টকে দেখা যাবে এই ছবিতে। এই ছবির মজা হল, প্রধান সব চরিত্রই বাস্তব শুধু নয়, কিংবদন্তি।
কৃষ্ণমাচারি শ্রীকান্ত, সন্দীপ পাতিল, মহিন্দর অমরনাথ থেকে সুনীল গাওস্কর, রবি শাস্ত্রী, মদনলাল, বেঙ্গসরকার-- প্রত্যেকটি চরিত্রের কাস্টিং করা হয়েছে অত্য়ন্ত যত্ন নিয়ে। কপিল দেবের চরিত্রে যখন রণবীর সিংয়ের কথা ঘোষণা করা হয়, তখন থেকেই বলিউড ফ্য়ানেদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সবচেয়ে বড় তারকাদের একজন কপিল এবং তাঁর ভূমিকায় অভিনয় করছেন, বলিউডের এই সময়ের সবচেয়ে বড় তারকাদের অন্যতম।
আরও পড়ুন: হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে মায়ের লড়াই! নেটফ্লিক্সে আসছে ‘লায়লা’
কপিল দেবের জীবনে তাঁর স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কপিলের বড় অনুপ্রেরণা রোমি। এমন একটি চরিত্রে অত্যন্ত সংবেদনশীল অভিনেত্রীকেই কাস্ট করার কথা। পরিচালক তাই বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকাকেই বেছে নিয়েছেন। আর সেটাই হয়েছে এই ছবির আরও একটি বড় ইউএসপি-- কপিল-রোমির ভূমিকায় রণবীর-দীপিকা। বিয়ের পরে এই জুটিকে বড়পর্দায় একসঙ্গে এই ছবিতেই প্রথম দেখবেন ফ্য়ানেরা, তেমনটাই এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে।