Advertisment

কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত টুইট, এবার দিল্লি শিখ গুরুদ্বার কমিটির রোষানলে কঙ্গনা

দিলজিতের পর গায়ক মিকাও একহাত নিলেন 'কন্ট্রোভার্সি ক্যুইন'কে।

author-image
IE Bangla Web Desk
New Update
kangana-ranaut

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না! বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন তিনি। সবেতেই মতপ্রকাশ করেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নানা বিতর্কিত মন্তব্য করে প্রায় রোজই খবরের শিরোনামে থাকছেন। তার রেশ এখনও থামেনি। গতকালই মুম্বইয়ের আদালতে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলার প্রেক্ষিতে রেকর্ড বয়ান করেছেন জাভেদ আখতার, ওদিকে কৃষক আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করায় পাঞ্জাবী অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ, গায়ক মিকা সিং থেকে শুরু করে আরও অনেকে ক্ষুব্ধ অভিনেত্রীর উপর। এরই মাঝে কৃষক আন্দোলনের অন্যতম মুখ মাহিন্দর কৌরকে 'শাহিনবাগের দাদি' বলায় এবার কঙ্গনা (Kangana Ranaut) দিল্লি শিখ গুরুদ্বার কমিটির রোষানলে পড়েছেন।

Advertisment

দিন দুয়েক আগেই হরকম সিং নামে পাঞ্জাবের জিরাকপুরের এক আইনজীবী বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এক আইনি নোটিস পাঠিয়েছিলেন। এবার দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে আইনি নোটিস পাঠানো হল বলিউড অভিনেত্রীকে। কমিটির দাবি, মাহিন্দর কৌরকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে কঙ্গনাকে। কঙ্গনা যদিও সেই বিতর্কিত টুইট ডিলিট করে ফেলেছেন টুইটার থেকে, তাতেও ক্ষোভ কমেনি।

প্রসঙ্গত, সংশ্লিষ্ট ইস্যুতে কঙ্গনার সঙ্গে নেটদুনিয়ায় বাকযুদ্ধে জড়িয়েছেন পাঞ্জাবী তারকা দিলজিৎ দোসাঞ্ঝও। মিকা সিংও পালটা দিয়ে বলেছেন, "কঙ্গনা এরকম মন্তব্যের জন্য আপনার লজ্জা হওয়া উচিত।" মিকার কথায়, মহিলা হয়েও একজন বৃদ্ধাকে যেভাবে অপমান করেছেন তিনি, তার জন্যে কঙ্গনার ক্ষমা চাওয়া উচিত।

অন্যদিকে শুক্রবার ফের বলিউড ও মহারাষ্ট্র সরকারকে তোপ দেগে টুইট করেন কঙ্গনা রানাউত।

Kangana Ranaut
Advertisment