Advertisment
Presenting Partner
Desktop GIF

বলিউডের 'মাহি' নেই, শোকস্তব্ধ বলিউড, শাহরুখ লিখলেন, ''খুব মিস করব''

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নিজেকে শেষ করে দেওয়ার খবরে বড়সড় ধাক্কা পেয়েছে ভারতীয় সিনেমা জগত। বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় সুশান্তের নিথর দেহ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রবিবার দুপুর গড়িয়ে খবরটা এসে পৌঁছেছিল। নিজেকে শেষ করে দিয়েছেন সুশান্ত সিং রাজপুত। বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় সুশান্তের নিথর দেহ। মুম্বই পুলিশের প্রাথিমক অনুমান, অত্মহত্যা করেছেন সুশান্ত। খবরটায় যেন বজ্রনির্ঘোষ হয় বলিউডে। স্তম্ভিত হয়ে যায় বি-টাউন। এমন একটা খবর শুনতে হবে হয়তো কেউই কল্পনা করেননি।

Advertisment

স্টার প্লাসে কিস দেশ ম্যায় হ্যায় তেরা দিল ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে ডেবিউ করেন সুশান্ত। তারপরে পবিত্র রিশতা ধারাবাহিকে জনপ্রিয়তা পান তিনি। একতা কাপুরের সিরিয়ালে মানবের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। সেই শোতেই ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ও বিগ স্টার এন্টারটেনমেন্টের মতো পুরস্কার ঝুলিতে পুড়েছিলেন সুশান্ত।

আরও পড়ুন, পুলিশের অনুমান আত্মহত্যা, রহস্যেই সুশান্তের মৃত্যু

কিন্তু শেষ রক্ষা হল না। কেরিয়ারের মধ্য গগনেই সবার অলক্ষে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেতা। সুশান্ত সিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, শোকজ্ঞাপন করেছেন টুইটারে। শাহরুখ খান লিখলেন, ''ও আমাকে খুব ভালবাস। ভীষণ মিস করব। ওর উদ্দীপনা, কিছু করে দেখানোর জেদ এবং হাসিমুখটা মনে পড়বে।''

14, 2020

View this post on Instagram

Rest In Peace ????

A post shared by Katrina Kaif (@katrinakaif) on

আরও পড়ুন, ”মা স্মৃতিগুলো চোখের জলে ঝাপসা হয়ে যাচ্ছে”

প্রায় একদশকের কেরিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ছবি। ডিটেক্টটিভ ব্যোমকেশ বক্সী, সোনচিড়িয়া, ছিছোড়ের মতো ছবি বক্সঅফিসে সফল না হলেও ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। এছাড়াও কেদারনাথ, এমএসধোনির বায়োপিক এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি-র মতো ছবি রয়েছে তাঁর কেরিয়ারে।

সুশান্তের শেষ ছবি ড্রাইভ। জ্যাকলিন ফার্নান্ডেজের বিপরীতে এই ছবি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। আপকামিং ছবির মধ্যে ছিল হলিউড ছবি দ্য ফল্ট ইন আওয়া স্টারস-এর হিন্দি রিমেক। তবে অনেককে কাঁদিয়ে, অসময়েই নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিলেন সুশান্ত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sushant Singh Rajput bollywood Akshay Kumar
Advertisment