Advertisment

Dev: ফুঁসলিয়ে ভোট দেওয়াচ্ছেন দেব? নতুন ভোটারদের সঙ্গে যা করলেন অভিনেতা...

Dev - ghatal: নতুন ভোটারদের ভুল বোঝাচ্ছেন দেব?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dev actor mp shared his vote day with first time voter

dev: নতুন ভোটারদের সঙ্গে দেব

সকাল থেকেই মেদিনীপুরের নানা কেন্দ্রে ভোট গণনা। দেব, রয়েছেন সেখানে। রীতিমতো তিনি নিজের দায়িত্বেই নানা কেন্দ্র ঘুরে চলেছেন। আর এবার তো ছোটদের নিয়ে যা করলেন...

Advertisment

যেদিন থেকে ভোটের প্রচার শুরু করেছিলেন দেব সেদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নানা সময়ের ছবি আপলোড করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আজ যে ছবি তিনি আপলোড করেছেন তাতে তাঁকে নিয়ে ফের আলোচনা। ছোটদেরকে দিয়ে দেব ফুঁসলিয়ে ভোট দেওয়া করিয়েছেন তিনি! 

অভিনেতার নতুন পোস্টে চোখ বোলালে তেমনই দেখা যায়। অনেক ছোট ভোটারদের সঙ্গে বসেই দেব ছবি আপলোড করলেন। এমনিও দেব সকলের মনের মানুষ। ছোট থেকে দেবের প্রতি সকলের ভালবাসা দেখার মত। আর তারা যখন দেবের কেন্দ্রের ভোটার। তখন উন্মাদনা তো থাকবেই। দেব ফার্স্ট টাইম ভোটারদের নিয়ে একসঙ্গে ছবি তুললেন। আর এই ছবি দেখেই কেউ কেউ বললেন, দেব সকলকে ম্যানিপুলেট করছেন। আবার কেউ বললেন, দেব নিজের দায়িত্বে জেতার প্ল্যান করছেন। 

অভিনেতা সংসদ ভিকট্রি সাইন দেখিয়েই নতুন ভোটারদের সঙ্গে নিয়ে ছবি তুললেন। আর এও জানিয়ে দিলেন, তারা কেউ ১৮ বছরের নিচে নয় বরং সকলেই ভোটদান করার যোগ্যতা রেখেছেন। তাই, ফুঁসলিয়ে, ভয় দেখিয়ে কিছুই করেননি দেব। 

উল্লেখ্য, শুধু নিজের কেন্দ্রেই নয়! দেব সারা বাংলা ঘুরে ঘিরে নানা প্রার্থীর জন্য তিনি প্রচার করেন। আর আজ ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে দেবের। কতটা কী পারলেন, সেটা তো চার তারিখেই জানা যাবে। 

tollywood bollywood Dev Entertainment News
Advertisment