তিনি একাধারে, অভিনয় রাজনীতির দুনিয়া একসঙ্গে সামলাচ্ছেন। যেমন বছরে, একের পর এক রিলিজ করছেন, তেমনই তিনি রাজনীতির মাঠেও বেশ সক্রিয়। দেব ( Dev ), নিজের দায়িত্বে অনেক উন্নতিও করেছেন নিজের লোকসভা কেন্দ্রের।
Advertisment
তাঁর কাঁধে এমনিই অনেক দায়িত্ব। অভিনয়, মানুষের পাশে দাঁড়ানো সবটাই রয়েছে। কিন্তু, একদিকে জন্য যদি প্রধানমন্ত্রী হয়ে যেতেন তাহলে কী করতেন? দেব, নিজের ছবির বিষয়ে যতটা সিরিয়াস, রাজনীতির মঞ্চেও তিনি বেশ গুরুত্ব রাখেন। তবে, যারা রাজনীতি করেন তাদের প্রতি গভীর সহানুভূতি রয়েছে বলেই মনে করেন দেন।
'প্রধান' ছবিতে এক সৎ নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। আজই ঘোষণা করেছেন তাঁর নতুন ছবি খাদানের। যাতে তাঁকে বলতে শোনা যায়, "ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভেবেছিস, অ্যাকশন ভুলে গেছি? ওটা, আমারই জিনিস"। এই ছবিতে দেবের বিপরীতে থাকছেন ইধিকা পাল। ২৪ এই রিলিজ করবে এই ছবি। কিন্তু, দেশের প্রধানমন্ত্রী হলে তিনি কী করতেন?
অভিনেতা বলেন, "খুব চাপ! প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, কিংবা ব্লক সভাপতি, সংসদ, যেটাই হোক। পদ যারা অধিকার করে থাকেন তাদের জীবনের অবস্থা খুব খারাপ। তারা শুধু কাজ করেন। তারা ঘুমায় না। আমি বলছি তারা ঘুমায় না। ২৪ ঘণ্টা তারা শুধু কাজ করে। তাদের মাথায় শুধু এটা চলে যে কী কী করা যায়। এটা আমি কাছ থেকে দেখেছি। নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। হয়তো ওরা দেখায় আমি খুব ভাল আছি, কিন্তু না বস!"
উল্লেখ্য, সামনের বছরেও তিনটি ছবি রিলিজ করতে পারেন তিনি। একদম শুরুতে খাদান ( Khadaan )। দ্বিতীয় পুজোর ছবি টেক্কা ( Tekka )। এবং তৃতীয় ফের একবার অভিজিৎ দেব জুটি। সেই ঘোষণাও করেছেন তিনি আজই। সব ঠিক থাকলে সামনের ডিসেম্বরে...সিনে ম্যানিয়ায় ডুবে রয়েছেন এখন তিনি।