Dev Speech in Student's Week: স্টুডেন্ট উইক উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) এর সঙ্গে স্টেজে উপস্থিত ছিলেন দেব। এমনিও খাদান ( Khadaan ) সাফল্যে দেবকে এখন ধরে রাখা যাচ্ছে না। কিন্তু, তাঁর মধ্যেই দিদির ডাক উপেক্ষা করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন সেখানে। আর তারপরই, তাঁকে দেখে কিশোরীদের যা আনন্দ...
অভিনেতা দেবের পড়াশোনা পুরোটাই মুম্বাই থেকে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সে। তাই পড়াশোনার কদর সবসময় তাঁর মুখে শোনা যায়। কিন্তু এই স্টেজে জীবন গড়ার বক্তব্যের সঙ্গে সঙ্গে তিনি গান পর্যন্ত গাইলেন। ও মধু থেকে কিশোরী তাঁকে গাইতে শোনা গেল। কিন্তু দেব ( Dev ) যা উপদেশ দিলেন, সেটা মনে রাখার মতো। অভিনেতাকে বলতে শোনা গেল, "আমার পড়াশোনা মুম্বাইয়ে হয়েছে, কিন্তু এত ভাল মুখ্যমন্ত্রী আমরা পাইনি। আমায় যদি কেউ অতীতে যেতে বলে, আমি ছাত্রজীবন আবার খুঁজে পেতে চাইব।"
আরও পড়ুন - Dev Vs Shiboprosad: 'দেবের ফ্যান পাওয়ার জানিস না কী জিনিস', শিবপ্রসাদকে হুঁশিয়ারি দিতেই জিনিয়ার পালটা 'ঝুঁকেগা নেহি'
অল্প বয়সে, আর যাই হোক না কেন, পড়াশোনা কিংবা কেরিয়ারের প্রতি যেমন ঝোঁক থাকে সকলের, তেমনই সিনেমা থেকে খেলাধুলো সবেতেই নজর থাকে। কিন্তু ১০ থেকে ১৬ বছর যে কেরিয়ার গড়ার বয়স দেব সেটাই বললেন। অভিনেতা দাবি করলেন, এই বয়সে ঠিক করে পড়লে, অনেক কিছুই সম্ভব পরবর্তীতে। অভিনেতা বললেন...
"অনেক সময় বাবা মায়ের ওপর, শিক্ষকদের ওপর রাগ হয় যে কেন পড়তে বলছে, কেন এত হোমওয়ার্ক করতে বলছে। কিন্তু এটাই বয়স। এই সেই সময় যে সময় ঠিক করে সবটা করলে জীবনে ভাল হওয়া যায়। আজ দাঁড়িয়ে বুঝতে পারি, আমি যদি আরেকটু ভাল করে পড়াশোনা করতাম, তাহলে সমাজের একজন ভাল মানুষ হতে পারতাম। এই সময়টাকে ভাল করে কাজে লাগাও। হয়তো, অনেকের ওপর রাগ হবে যে কেন ও আমার থেকে বেশি নম্বর পেল, আমি তো বেশি পড়ি, বিশ্বাস করুন... এই ১০ থেকে ১৮ বছরটা ভাল করার সময়। পড়াশোনা নিয়ে ভাবার সময়। অনেক ভাল খারাপ সময় আসবে, এই সময়টা আসবে। এটাই ভীত, জীবনে বড় হওয়ার।"
দেব আরও বললেন, "যদি দিদি হতে চান, আমি হতে চান, অনেক গুণী মানুষরা এখানে আছেন, যারা IPS / IAS, নিজের মনের কথা শুনুন। বাবা মায়ের কথা শুনে পড়াশোনা চালান, তাহলে একদিন আমরা হারিয়ে যাব, কিন্তু আপনারা থাকবেন।" দেব এরপরই তাঁর পুঁচকে ফ্যানদের জন্য গান ধরলেন। তাঁর কথায়, তিনি গান গাইলে ট্রোল হবেন। তাও সকলের অনুরোধে গান গাইলেন। আনন্দ দিলেন বাকিদের। আর তাঁর সঙ্গে গলা মিলিয়ে গান গাইল ছোট ভক্তরা। কিন্তু লাইম লাইট যে আবারও কেড়ে নিলেন তিনি।