/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/dev-2.jpg)
দেব- ব্যোমকেশ
দেব কতটা ব্যোমকেশ হয়ে উঠতে পেরেছেন এই ব্যাখ্যা সিনেমার পর্দায় থাকলেও রুক্মিণী কতটা সত্য হয়ে উঠতে পারবেন এই চিন্তা তাঁর প্রথম থেকেই ছিল! আজ ট্রেলার লঞ্চের মঞ্চেই একথা প্রকাশ্যে জানালেন তিনি।
মেরুন রঙের পাঞ্জাবি, ধুতি পড়ে তিনি হাজির হলেন। সঙ্গে অবশ্যই সত্যবতী। এই প্রথম ব্যোমকেশ করছেন তিনি। তথাকথিত, একটি বিরাট চ্যালেঞ্জ। তবে, আজ যেন শুধু দেব নয় বরং সামনে এলেন ব্যোমকেশ হয়েই। কিন্তু, এও জানালেন যে রুক্মিণী তাও আবার সত্যবতী এই নিয়ে বেজায় সন্দেহে ছিলেন তিনি। সামনেই তখন হাজির রুক্মিণী। প্রকাশ্যে দেব বললেন...
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/dev1.jpg)
"আমার একটু সন্দেহ ছিল যে কে হবে সত্যবতী। কিন্তু, প্রথম দিন থেকেই বিরসা এবং আমাদের লেখক সৌমেন্দ্য বক্সি তাঁরা রুক্মিণীকে নিয়েই স্বস্তিতে ছিলেন। কেউ, হয়তো বিশ্বাস করবে না আমি আর রুক্মিণী ইন্ডাস্ট্রির অনেক হিরোইনদের ফোন করেছিলাম সত্যবতী হওয়ার জন্য। তাদের ডেট, নানা সমস্যার কারণে হয়ে ওঠেনি। কি আর করা যাবে। আমায় ওদের কনভিন্স করতে হয়েছে। তারপর বিরসা বলল, লুক টেস্ট করে তো দেখি। সবকিছুর পর আমরা সিদ্ধান্ত নি, যে ঠিক আছে।"
দেবের বেশিরভাগ ছবিতে নায়িকা রুক্মিণী। এমনকি সামনে সৃজিতের সঙ্গেও দেব রুক্মিণীকেই দেখতে পাবে দর্শক। এই কারণে, কিছুটা ক্ষেপেছেন দর্শক। তবে, আজ সকলের সামনেই দেব খোলসা করলেন রুক্মিণী সবসময় তাঁর পছন্দে স্থান না পান না সিনেমার পর্দায়।