Tollywood: ঐতিহাসিক মুহূর্ত টলিউডে! 'পেছনে ওটা কে?' হইহই নেটপাড়ায়

প্রকাশ্যে তাদেরকে একসঙ্গে দেখা গিয়েছে। কোথায়? এর আগে স্বার্থপর ছবির প্রিমিয়ারের দিন, দেব এবং জিৎ একইসঙ্গে একই জায়গায় উপস্থিত থাকলেও তাদের এক ফ্রেমে বন্দী করা সম্ভব হয়নি।

প্রকাশ্যে তাদেরকে একসঙ্গে দেখা গিয়েছে। কোথায়? এর আগে স্বার্থপর ছবির প্রিমিয়ারের দিন, দেব এবং জিৎ একইসঙ্গে একই জায়গায় উপস্থিত থাকলেও তাদের এক ফ্রেমে বন্দী করা সম্ভব হয়নি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
noname

পেছনে ওটা কে? প্রশ্ন সকলের...

Tollywood Bijaya Sammilani: টলিউডের অন্তরে কান পাতলেই শোনা যায়, নায়ক নায়িকা জুটিকে যেমন সমস্ত ভক্তরা একসঙ্গে চান, ঠিক সেরকমই আরেক জুটির প্রার্থনাও তারা করেন। তারা কোন সুপারহিট নায়ক নায়িকা জুটি নন। বরং তারা দুই হিরো। একবারই একসঙ্গে তারা পর্দা এসেছিলেন, তখন বক্স অফিসে ঝড় উঠেছিল। সেই ছবির নাম ছিল দুই পৃথিবী। তারপর থেকে দেব আর জিৎ নানা জায়গায় মুখোমুখি হলেও, একসঙ্গে ছবি করা তাদের আর হয়ে ওঠেনি। 

Advertisment

আর এবার, প্রকাশ্যে তাদেরকে একসঙ্গে দেখা গিয়েছে। কোথায়? এর আগে স্বার্থপর ছবির প্রিমিয়ারের দিন, দেব এবং জিৎ একইসঙ্গে একই জায়গায় উপস্থিত থাকলেও তাদের এক ফ্রেমে বন্দী করা সম্ভব হয়নি। কিন্তু আজ তা সম্ভব হয়েছে। শহর কলকাতার বুকে, দুই তারকাকে পাশাপাশি এক ফ্রেমে আজকে দেখা গিয়েছে। সেই মুহূর্ত উদযাপিত হয়েছে টলিউড ইন্ডাস্ট্রির বুকে। এই মুহূর্ত খুব বিরল, এই ছবি সহজে পাওয়া সম্ভব নয়। এমনটাই বলতে শোনা গেল মন্ত্রী অরূপ বিশ্বাসকে। 

হ্যালোইনে ধীরের ব্যোমকেশ রূপ- বাবার পথেই ছোট গোয়েন্দা?

এক ফ্রেমে দেব এবং জিৎ, ফেডারেশনের বিজয়া সম্মিলনীতে পাশাপাশি দুই সুপারস্টার। দুই তারকা হাসিমুখে ধরা দিলেন সবার সামনে। দেব যদিও বা একটু আড়ষ্ট ছিলেন, কিন্তু জিৎ! খুব সাবলীল ভঙ্গিতেই হেসে সেই মুহূর্তে উদযাপন করেছেন। যদিও বা দুই পৃথিবীর পর তাদেরকে একসঙ্গে কোন সিনেমায় দেখা যায়নি, কিন্তু একজোড়ে তাদের উপস্থিতি সবসময় আনন্দ দিয়েছে ভক্তদের। তৈরি হয়েছে ঐতিহাসিক নানা মুহূর্ত। এদিকে দেব এবং জিৎ যখন ভক্তদের আশা পূরণ করতে ব্যস্ত, তখন নেট মাধ্যমে হইচই পেছনে ওটা কে? 

Advertisment

তারকাদের বেপরোয়া বাইক র‍্যালি! আইন ভাঙায় FIR দায়ের

সেই একই ফ্রেমে দেখা গেল, শাসকদলের অন্যতম নেতৃত্ব কুনাল ঘোষকে। শেষ কিছু সময় দেবের সঙ্গে কুনাল ঘোষের নানান ধরনের বাক-বিতণ্ডা হয়েছে। কুনাল বাবুকে দেবের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে, অনেকেই প্রশ্ন করেছেন, উনি ওখানে কি করছেন? কেউ আবার মজা করে বলেছেন, এক ফ্রেমে দুই পৃথিবী না, ৩ পৃথিবী।

jeet Dev tollywood Federation