/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/d1.jpg)
dev and jeet- কী কথা হল দুজনের?
এই দেব একটু এদিকে আয় তো? গতকাল শহরে বসেছিল চাঁদের হাট। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডাকে এক ছাদের নীচে হাজির হয়েছিলেন সকলে। দেব-জিৎ কেউ বাদ ছিল না সেখানে।
টলিপাড়ার নায়করা হাজির হয়েছিলেন একসঙ্গে। দেব-জিতের পাশাপাশি দেখা গেল আবির চট্টোপাধ্যায়-সোহম আরও অনেকে। তাঁদের সঙ্গে দিব্যি আলাপচারিতায় মাতলেন বুম্বা দা। এক এক করে অনেক তারকাই এলেন। বাদ পড়েননি অঙ্কুশ- রাজ শুভশ্রীও।
কিন্তু জিৎ যেই এলেন এগিয়ে এলেন প্রসেনজিৎ। তাঁকে জড়িয়ে ধরলেন। শুধু তাই নয়, এর আগেও জিতের ছবি বুমেরাং-কে সাপোর্ট করতে পৌঁছে গিয়েছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। তাই, এবার যখন বুম্বা দার তরফ থেকে আমন্ত্রণ এসেছে তখন না গেলেই নয়।
জিৎ একাই এলেন। শুধু তাই নয়, আজ অবধি খুব কম অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে, সেখানে যে জিৎ নিজের উপস্থিতি রাখবেন সেটি বেশ অন্যরকম ঘটনা। এদিকে, জিৎ যেই এলেন, তখনই প্রসেনজিৎ শুধু এগিয়ে এলেন এমনটা নয়। বরং তিনি সঙ্গে সঙ্গে দেবকে ডাকলেন। কফির মগ হাতেই দেব উঠে এলেন।
জিৎকে দেখা মাত্রই দেব শুধু উঠেই এলেন না, বরং তাঁকে জড়িয়ে ধরলেন। দুজনের মধ্যে কী কথা হল এই নিয়েও প্রশ্ন তুলছেন ভক্তরা। বাংলার দুই সুপারস্টার একে অপরের সঙ্গে কানে ফিশফিশ করে কী কথা বললেন, সেটা তো অধরা। তবে ভক্তরা নানা কথা বলছেন।
কেউ বললেন, দুই পৃথিবীর সিকুয়াল তো হবে না, অন্য কিছু হোক। আবার কেউ বললেন, নতুন গল্প নিয়ে আবার ফিরে আসুন আপনারা। আবার কেউ বললেন, ফিসফিস করে কী বললেন?