Dev- KIFF: নিজের উত্তরীয় পরিয়ে দিলেন দেবের গলায়, যীশুকে দিলেন ফুল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালবাসা দেখার মত...

Dev and Jisshu: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সত্যিই দিদি হিসেবে তার দুই পছন্দের তারকাকে সম্বর্ধনা জানালেন। আসন্ন খাদানের দুই তারকা দেব এবং যীশুকে...

Dev and Jisshu: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সত্যিই দিদি হিসেবে তার দুই পছন্দের তারকাকে সম্বর্ধনা জানালেন। আসন্ন খাদানের দুই তারকা দেব এবং যীশুকে...

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
dev jishu-KIFF

KIFF: এবছর যিশু সেনগুপ্ত KIFF এর মঞ্চে সামলালেন সঞ্চালনার কাজ। অন্যদিকে দিদির পাশে বসে রইলেন দেব...

আজ থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর সেই মঞ্চেই একের পর এক মন ভালো করার ঘটনা। প্রতিবছরই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে এক প্রজন্ম আরেক প্রজন্মকে সংবর্ধনা দিয়ে থাকেন। এবারও ব্যাতিক্রম নয়।

Advertisment

আর এ বছর রুক্মিণী মৈত্রের কাজে ছিল গুরুদায়িত্ব। শেষ কয়েক বছরে তিনি থালি গার্ল ছিলেন। কিন্তু এ বছর তাকে সম্মাননা জানাতে দেখা গেল অনেককেই। তবে যে ঘটনা মন কেড়ে নেওয়ার মতো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সত্যিই দিদি হিসেবে তার দুই পছন্দের তারকাকে সম্বর্ধনা জানালেন। আসন্ন রিলিজ খাদান। দেব এবং যীশু বহু বছর পর এই ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

ছবি প্রমোশন করছেন চুটিয়ে। তারমধ্যেই, এবছর যিশু সেনগুপ্ত KIFF এর মঞ্চে সামলালেন সঞ্চালনার কাজ। অন্যদিকে দিদির পাশে বসে রইলেন দেব। তাই যখন সম্বর্ধনা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, তখন জুন মালিয়া ঘোষণা করেন যে রুক্মিণী এবার সংবর্ধনা জানাবেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু, দিদি তো দিদিই। তিনি নিজের সংবর্ধনা নেবেন? যখন ঘোষণা করলেন যে এই বাংলার সবথেকে বড় সেলিব্রিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি পাশে বসে থাকা দেবের দিকে আঙ্গুল দিয়ে বললেন, "আমি না ও।"

Advertisment

আরও পড়ুন  -   KIFF-Munmun Sen: স্বামী বিয়োগের কিছুদিনের মাথায় KIFF এর মঞ্চে মুনমুন সেন, কাকে আদরে ভরালেন বর্ষীয়ান অভিনেত্রী?

Inauguration of 30th Kolkata International Film Festival – December 4, 2024 #2

Inauguration of 30th Kolkata International Film Festival – December 4, 2024 | ৩০তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের শুভ উদ্বোধনে - ৪ ডিসেম্বর, ২০২৪ #2

Posted by Mamata Banerjee on Wednesday, December 4, 2024

এরপরেই রুক্মিনী যখন এগিয়ে এসে উত্তরিয়টা পড়াতে যাবেন, তখনই দিদি তার হাত থেকে উত্তর নিয়ে দেবের গলায় পরিয়ে দেন। দেব, হাত জোড় করে তার কাছে ধন্যবাদ জানান। অন্যদিকে নিজের জন্য আশা ফুলের স্তবক তুলে দেন বাংলার আরেক জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তর হাতে। মুখ্যমন্ত্রীর, তাঁর তারকা বন্ধুদের প্রতি এহেন ভালোবাসা দেখে, অনেকেই তাকে প্রশংসায় ভরিয়েছেন। আর দেব যে চূড়ান্ত আনন্দ পেয়েছেন এই ঘটনায়, এ কথা নতুন করে বলে বোঝাতে হবে না তার চোখে মুখেই পরিষ্কার।

যীশুর সঙ্গে দেব, এর আগে প্রেমের কাহিনী, জুলফিকার ছবিতে অভিনয় করেছেন। আবার অনেক বছর পর খাদান ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে। তাই দেব ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

Dev jisshu sengupta CM Mamata banerjee KIFF 2024