দুই নায়িকার ক্যাটফাইট এখন অতীত। বর্তমানে টলিপাড়ার বুকে বিখ্যাত নায়কদের ব্রোম্যান্স! অন্তত, সমাজ মাধ্যমের পাতা সেই কথাই বলছে। দুই অভিনেতাকে দেখা গেল এক অপরের খেয়াল রাখতে। প্রসঙ্গে দেব এবং যীশু।
দেব এর আগে প্রেমের কাহিনী, জুলফিকার ছবিতে অভিনয় করেছিলেন, যীশুর সঙ্গে। শুধু তাই নয়, দুজনের মধ্যে বন্ধুত্ব বেশ অন্যরকম। তাই তো যীশু এবং দেব বর্তমানে যখন নতুন ছবির কাজে এবং প্রমোশনে ব্যস্ত, তখন একটি বেশ সুন্দর ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। দুই তারকাই ছবির প্রমোশন করছেন চুটিয়ে। তাঁর ফাঁকেই একে অপরের জন্য যেভাবে সুন্দর কেয়ার নিচ্ছেন তারা।
কথায় বলে, এক প্লেটে খাবার খেলে বন্ধুত্ব ও প্রেম উভয়ই বাড়ে। দেব এবং যীশুর মধ্যে যে বন্ধুত্ব এত সুন্দর পর্যায়ে গিয়েছে, সেটা সকলের চোখেই পড়েছে। যীশু এবং দেব একই প্লেট থেকে খাবার খেলেন। শুধু তাই নয় যীশু দেবকে এবং দেব যীশুকে খাবার খাইয়ে দিলেন। সেই দৃশ্যই সমাজ মাধ্যমে ভাইরাল। দুই প্রথম সারির তারকা তাঁদের মধ্যে এতটা ব্রমান্স, তাও দিনের পর দিন সেটা বাড়ছে বই কমছে না তাতে তাঁদের ভক্তরা বলছেন...
প্রেমের কাহিনী ছবির রিউনিয়ন বলেও অনেকেই খাদানকে সম্বোধন করেছেন। শুধু কোয়েল নেই, এমনটাই বলছেন ভক্তরা। কোয়েল থাকলে পুরো বিষয়টাই সম্পূর্ন হত, সেটাও বলছেন ভক্তরা। তাঁরা এমনও দাবি করছেন, যেন কোয়েলের একটা ক্যামিও থাকে এই ছবিতে। যদিও, সেটা সম্ভব হবে না বলেই ধরে নিয়েছেন।
উল্লেখ্য, খাদান আসছে এই ডিসেম্বরে। সেই ছবিতে যীশু এবং দেব রয়েছেন বন্ধুর ভূমিকায়। ফলে কিছু যে অসাধারণ মুহূর্ত দেখা যাবে এই ছবিতে, সেই নিয়েই আলোচনা তুঙ্গে।