মিঠুন তার বাবার মতো! যখন কলকাতায় এসে অসুস্থ হলেন মহাগুরু, তখন দেব ঠিক একথাই বলেছিলেন। তাঁকে নিয়ে একটা খারাপ কথাও কোনোদিন মুখে আনেননি দেব। প্রজাপতি সিনেমার পর থেকে দুজনের সম্পর্ক আরও শক্ত হয়েছে।
Advertisment
আর এবার দেবের প্রশংসা করতে গিয়েই মিঠুন উঁকি দিলেন স্মৃতির পাতায়। তাঁকে বলতে শোনা গেল দেবকে নিয়ে নানা কথা। ছোট দেব কেমন ছিল, সেই নিয়েও নানা কথা বলেন মিঠুন। দেবকে নিয়ে তাঁর বক্তব্য ঠিক এমনিই...
"দেব কেন আমায় নিয়ে ভাল কথা বলবে না? এটাই তো সৌজন্য! ওর বাবা মুম্বাইয়ে বড় বড় প্রোডাকশন হাউসে খাবার দিত। ও আসত সেখানে। তখন ও খুব ছোট। দেবকে আমি তখন থেকেই চিনি। আমি ওর বাবার মতোই। ও যখন ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখল, তখন আমি ছিলাম। সুপারিশ করে বলেছিলাম, ও এখন অনেক বড় হয়ে গিয়েছে। দেখতে সুন্দর হয়ে গিয়েছে। খুব ভাল ছেলে, ওর পার্সোনালিটি ভাল! ওকে নাও..."
একদিকে যখন রাজনৈতিক গোলযোগের মাঝে এক তারকার সঙ্গে এক তারকার মুখ দেখাদেখি বন্ধ। সেখানে দেব এত সহজভাবে সম্পূর্ন বিষয়টা নিয়ে নিয়েছেন। অভিনেতা কারওর সঙ্গে খারাপ করেননি। দুটো খারাপ কথা বলতে শোনা যায়নি।
বরং, দেব এমনও বলেছিলেন কোনোদিন মিঠুনদার যদি কিডনি লাগে আমি দেব!