আর ৩ দিনের অপেক্ষা! দেবের ধুমকেতু রিলিজ করছে ১৪ই আগস্ট। এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। খেয়াল করলে দেখা যাবে, দীর্ঘ ১০ বছর ধরে দেবের এই একটা ছবি নিয়েই ভক্তদের মধ্যে চূড়ান্ত উত্তেজনা। তারকা বলেছিলেন, তাঁর ভক্তরাই নাকি এই ছবিকে বাঁচিয়ে রেখেছিলেন। এবং এই কারণেই ছবির ট্রেলার লঞ্চ নিয়ে নানা আলোচনা হয়েছে। সেদিন সেই গ্র্যান্ড অনুষ্ঠানে হাজির ছিলেন অনেকেই। দেব-শুভশ্রী সেদিন বেশ রোম্যান্টিক পারফরমেন্স দিয়েছেন।
এখানেই শেষ নয়। সেদিন তাঁরা যেভাবে একে অপরের সঙ্গে কথা বলেছন, বা পাতি কথায় নিজেদের মধ্যে ফ্রিভাবে আচরণ করেছেন, তা অনেকের নজর এড়ায়নি। কেউ কেউ তো তাঁদের ছবি নিয়ে, অনেক ধরণের মশকরা করেছেন। প্রাক্তনের বাহুডোরে তাঁদের অনুভূতি ঠিক কী? এই নিয়ে নানা ঠাট্টা-তামাশা হয়েছে। কিন্তু, পরের দিন রাজ চক্রবর্তী সাফ জানিয়ে দেন, শুভশ্রীর মুখে তৃপ্তির হাসি ছিল। তাঁর স্ত্রী এবং প্রাক্তনকে নিয়ে কোনোরকম মন্তব্যকেই তিনি প্রাধান্য দেননি।
আর দেব? নানাভাবে যে তাঁকে নানা সমালোচনার সম্মুখীন হতে হল তাঁকে? তিনি কি এগুলো আশা করেছিলেন? তাঁকে এবং শুভশ্রীকে নিয়ে যে পুরনো গল্প আবারও নতুন করে ফাঁদা হল, কিংবা অনেকেই চূড়ান্ত রসিকতা করলেন, সেক্ষেত্রে? দেব বললেন, এই বিষয়টা খুব দুঃখজনক। আমি সেদিন বলেই ছিলাম , পুরোটা পাল্টে যাবে। ভাল কিছু শুনতে অনেকে আগ্রহী নয়। এটা হবে আমি জানতাম।" এর সঙ্গে সঙ্গেই দেব, রাজ চক্রবর্তীকে বাহবা দিলেন। রাজের প্রশংসা করলেন তিনি। বলছেন...
"রাজ খুব ভালভাবে হ্যান্ডেল করছে বিষয়টা। রুক্মিণী কোথাও কোথাও খুব সাধারণভাবে নিয়েছে। আমার মনে হয় পরিবার সকলের কাছেই একটা বিরাট সাপোর্ট! দর্শক চেয়েছিলেন আমাদের। তাঁরা ধুমকেতু দেখতে চেয়েছিলেন। সেটাই আমরা চেষ্টা করেছি। নস্টালজিয়া বিষয়টা যাতে ফেরে সেটাই চেষ্টা করছিলাম। আমার গায়ে লাগে না এসব কথায়। তবে, পার্সোনাল অ্যাটাক না করাই ভাল। রুক্মিণীর নিজেরই অনেক অবদান আছে। রাজের সঙ্গে আমার এখনও কথা হয়নি। তবে, শুভশ্রীর উপস্থিতি বলে দিচ্ছে, রাজ কতটা খুশি। আমরা কেউ স্টেজে অভিনয় করছিলাম না।"
দেব সোজাসুজি ক্ষমা চাইলেন রাজ এবং শুভশ্রীর কাছে। তাঁকে সোজা বলতে শোনা গেল, "আমি জানি না, কাদের অভিনয় বলে মনে হচ্ছে। যদি হয়ে থাকে, তাহলে রাজ - শুভশ্রী এবং রুক্মিণী তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি। সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা বেশি চর্চা করলে সেটাকে প্রাধান্য দেওয়া হয় যায়।"