Dev-Dhumketu: তাহলে কি এতদিনের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে? তাহলে কি আবারো শুভশ্রী এবং দেবকে একসঙ্গে পর্দায় দেখা যাবে? বহু প্রশ্ন ঘুরছে সমাজ মাধ্যমের পাতায়। পরিচালক রানা সরকার কিছুদিন আগেই পোস্ট দিয়েছিলেন দেবের সঙ্গে। তারপর থেকে জল্পনা তুঙ্গে।
টলিউডের জুটি বলতে দেব এবং শুভশ্রীর নাম প্রথম সারিতেই আসে। বহু রোমান্টিক এবং কমেডি ছবি তার উপহার দিয়েছেন। কিন্তু ব্যক্তিগত কিছু ডামাডোলের কারণেই আর একসঙ্গে তারা ছবি করেন না। কিন্তু তার থেকেও বড় কথা, বহু বছর আগে ধুমকেতু নামক একটি ছবির শুটিং শেষ হয়েও রিলিজ হয়নি। দেব এবং শুভশ্রীর পারস্পরিক অসুবিধার জন্য সেই ছবি এখনো সিলভার স্ক্রিনের মুখ দেখেনি। উল্টে জানা গেছে, এই ছবি নাকি আর কোনদিন রিলিজ করবে না।
এদিকে একসময় যে জুটি মানুষকে বহু আনন্দের মুহূর্ত উপহার দিয়েছে, তাদের শেষ ছবি পর্দায় রিলিজ না হওয়ার কারণে বহু অনুরাগী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এবার মনে হচ্ছে তাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। রানা সরকার দেবের সঙ্গে একটি ছবি দিয়েই লিখেছিলেন, এখনই নয়তো কখনো নয়। তার সঙ্গে হ্যাশট্যাগ জুড়েছিলেন ধূমকেতু। যদিও প্রশ্ন এখন এমনই, আপনি কি দেব এবং শুভশ্রী নিজেদের মতপার্থক্য বাদ দিয়ে ছবির প্রমোশনে রাজি হবেন?
দেব যে ধুমকেতু রিলিজের দায়িত্ব নিয়েছেন, সে কথা তার হাসি দেখলেই বোঝা যাচ্ছে। অভিনেতা নিজের সমাজের মাধ্যমে একটি পোস্ট দিয়ে লিখেছিলেন, দেখা যাক এবার অন্তত ভালো কিছু আশা করা যাচ্ছে। তখনই ভক্তরা ধরে নিয়েছেন, হয়তো দেব এবং শুভশ্রীর অভিনীত শেষ ছবিটি পর্দায় তারা উপভোগ করতে পারবেন। যদিও কিভাবে তারা ছবি প্রমোশন করবেন এই নিয়ে কিছু জানা যায়নি। তবে টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে...
এই ছবি নাকি আগামী মে মাসের ১৬ তারিখ রিলিজ করতে চলেছে। কানাঘুষো খবর, এবার নাকি এই ছবি রিলিজ করবে বড়পর্দায়। কিন্তু ভক্তদের কথা, প্রমোশনের দরকার নেই, ছবি এমনিই হিট।