'কলকাতায় দাদা ছাড়া কিছুই সম্ভব না...', দেবের আমন্ত্রণে সাড়া দিলেন সৌরভ!

দেব-সৌরভ একসঙ্গে, ধীরে ধীরে একে অপরের কাছের মানুষ হয়ে উঠছেন তারা?

দেব-সৌরভ একসঙ্গে, ধীরে ধীরে একে অপরের কাছের মানুষ হয়ে উঠছেন তারা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dev and sourav ganguly spotted for bagha Jatin premier

দেব-মহারাজ

তিনি দেব বলে কথা, তাঁকে নিয়ে বাংলার মানুষদের আলাদাই উত্তেজনা। অভিনেতা বাঘা যতীন হিসেবে পর্দায় ফিরেছেন। আজই শুভমুক্তি। তাঁর আগে, প্রিমিয়ারে দেখা গেল অনেকেরই। অর্থাৎ?

Advertisment

গতকাল আয়োজন করা হয়েছিল প্রিমিয়ারের। দেব ডেকেছেন বলে কথা, না গেলে হয়? একেই তিনি বাংলা সিনেমার সুপারস্টার, অন্যদিকে তিনি এমন একজন মানুষ যাকে না ভালবেসে থাকা যায় না। তাই তো, তিনি একবার ডাকলে সকলেই হাজির হন। এমনিও দেবের সঙ্গে বেশিরভাগের সুসম্পর্ক। তাই, পর্দার বাঘা যতীনের ডাকে সোজা পৌঁছলেন বাংলার আরেক ছেলে।

দেবের আমন্ত্রণে সেদিন দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। পরনে নীল রঙের পাঞ্জাবি, দেবের সঙ্গে হেঁটে থিয়েটারে ঢুকলেন তিনি। শুধু তাই নয়, দুজনের মধ্যে কথোপকথন চলল প্রচুর। সঙ্গে ছিলেন রুক্মিণী। মহারাজের সঙ্গে খোশমেজাজে দেখা গেল দেবকে। দুজনেই নিজেদের মধ্যে, বেশ কথা বলতে ব্যস্ত। ক্যামেরাবন্দি হল সেসব মুহূর্ত। দেবকে বেশ পছন্দ করেন মহারাজ। শুধু তাই নয়, ছবির প্রমোশনে দেব দাদাগিরির মঞ্চেও উপস্থিত থাকেন।

Advertisment

এবারও দেব গোটা টিম নিয়ে হাজির হয়েছিলেন সেখানে। বাঘা যতীনের সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছিলেন মহারাজ। সকলকে দেবের নতুন ছবির খাতিরে থিয়েটারে যাওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল সাউথ সিটিতে বসেছিল নতুন ছবির প্রিমিয়ার। হাজির ছিলেন তারকারা। সৌরভ বলেন, "সকাল থেকে শুটিং, কিন্তু দেব আসতে বলেছে। ওর এর আগের তিনটি ছবির প্রিমিয়ারেও এসেছিলাম, তাই এটাও।"

উল্লেখ্য, অভিনেতার নতুন ছবি নিয়ে আশা কম নেই। এমনকি তিনি এও জানিয়েছিলেন, একদম হাই ভোল্টেজ গল্প তিনি দর্শকদের সামনে আনতে চলেছেন। এমনকি পুজো রিলিজ, এবছর আরও তিনটে ছবি রিলিজ করছে আজ। টাফ হতেই হবে কম্পিটিশন। কিন্তু, নিজের ভক্তদের নিয়ে তিনি ভীষণ আশা রেখেছেন।

tollywood Entertainment News