Advertisment
Presenting Partner
Desktop GIF

পা চেটে-দূরত্ব কমিয়ে 'প্রধানে' স্থান পেয়েছেন সৌমিতৃষা! লিড অভিনেত্রীকে নিয়ে দেব যা বললেন…

অভিনেত্রীকে নিয়ে চূড়ান্ত অভিযোগ, নায়ক দেব বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev, soumitrisha kundu, dev-soumitrisha relationship, pradhan, dev new movie, dev new heroine soumitrisha, দেব-সৌমিতৃষা, টলিউড, বলিউড, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

দেব-সৌমিতৃষা

দেবের ছবিতে নয়তো নতুন নায়িকা আর নয়তো রুক্মিণী, এর বাইরে বেরতেই পারছেন না অভিনেতা। বাঘা যতীনের স্ত্রীর চরিত্রে যেমন দেখা যেতে চলেছে নতুন হিরোইন সৃজাকে। তেমনই, 'প্রধান' ছবিতে দেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সকলের প্রিয় মিঠাই সৌমিতৃষা।

Advertisment

আর মিঠাই তাঁর পরবর্তী ছবির হিরোইন, এই খবর প্রকাশ্যে আসতেই বেশিরভাগ অভিযোগ করেছেন পা চেটে নাকি এই চরিত্রের সুযোগ পেয়েছেন সৌমি! কিছুদিন ধরেই নাকি দেবের সঙ্গে নানা অনুষ্ঠানে, অ্যাওয়ার্ড ফাংশনে তাঁকে দেখা যাচ্ছিল। ওঠা বসার খাতিরেই পেয়েছেন এই সুযোগ? যদিও, সমস্ত গুজব হাওয়ায় উড়িয়েছেন দেব খোদ।

নতুন অভিনেত্রীদের সুযোগ তথা প্রধানে সৌমিতৃষাকে লিড হিরোইনের ভূমিকায় সুযোগ দেওয়ার নেপথ্যের কারণ ব্যাখ্যা করতে গিয়েই দেব এক সাক্ষাৎকারে বলেন...

"এখন ক্যারেকটার যুক্ত ছবি বেশি করছি। আর সেই কারণেই চরিত্রের সঙ্গে যায় এমন অভিনেত্রীকে খুঁজে পাওয়া কাস্ট করাটা খুব গুরুত্বপূর্ন। ভিন্ন লুকে কাজ করতে আমায় নিজেকে বদলাতে হয়েছে। 'বাঘা যতীনে'র সময়, সৃজাকে বেছে নেওয়ার পেছনেও চরিত্রের প্রয়োজনীয়তা ছিল। আর 'প্রধানে' যে চরিত্রটা রয়েছে, ওটায় সৌমি খুব ভাল ফিট করবে। সেইজন্যই আমরা ওকে বেছে নিয়েছি।" 

ব্লক বাস্টার একটি ধারাবাহিক 'মিঠাই'। তাই, সৌমিতৃষার কাছ থেকে অনেকেরই দারুণ আশা রয়েছে। দেবের বিপরীতে, একটা চ্যালেঞ্জ তো বটেই তাঁর সঙ্গে উত্তেজিতও সে। অভিনেত্রী ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছিলেন, "সিরিয়ালের পর সিনেমা করব, এই প্ল্যান আগেই করেছিলাম। আর দেব দা? তাঁকে দেখে আমরা বড় হয়েছি।" আগস্ট মাসেই উত্তরবঙ্গে শুরু হতে পারে এই ছবির শুটিং। প্রী প্রোডাকশনের কাজ চলছে রমরমিয়ে। ছবিতে দেব এবং তিনি ছাড়াও থাকবেন পরান বন্দোপাধ্যায়। অভিজিৎ সেন পরিচালনা করবেন এই ছবি।

tollywood Soumitrishna Kundu Dev Entertainment News
Advertisment