বাংলা ছবির বর্তমান মসিহা তিনি। তাঁর ছবি মানেই বক্স অফিসে একের পর এক বিরাট মাপের ছক্কা! 'গোলন্দাজ' থেকে 'টনিক', 'প্রজাপতি' কিংবা 'ব্যোমকেশ', নিজেকে নিংড়ে দিয়েই একের পর এক ছবি বানাচ্ছেন তিনি। এবার, পালা বাঘা যতীনের ভূমিকায় নিজেকে প্রমাণ করার।
Advertisment
সদ্যই মুক্তি পেয়েছে টিজার। ছবিতে একঝাঁক নতুন মুখকে নিয়ে কাজ করেছেন তিনি। নতুন চ্যালেঞ্জ, নতুন উন্মাদনা। দেবের হাত ধরে অভিষেক ঘটতে চলেছে নায়িকা সৃজার। টিজার লঞ্চের দিন, দেব হাজির ছিলেন গোটা টিমের সঙ্গে। কিন্তু... এসবের পরেও মন খারাপ তাঁর। প্রধান ছবির উত্তরবঙ্গের শিডিউল শেষ করে, দেব এসেছিলেন বাঘা যতীন ছবির টিজার লঞ্চে। শুভ সূচনার পরেই ছবির পরিচালক অরুণ রায়কে নিয়ে পোস্ট করলেন তিনি...তাঁর সঙ্গে এই কথাও জানালেন যে নিজে অভিনয় না করলে, আর কাকে বাঘা যতীনের ভূমিকায় বেছে নিতেন তিনি?
অরুণ রায়, দেবের ঐতিহাসিক এই ছবির কান্ডারী। তাঁর শরীর ভাল নেই। সূত্রের খবর, তিনি ক্যান্সারে আক্রান্ত। তাঁকে নিয়েই দেব লিখলেন... বাঘা যতীনের নেপথ্যে যে আসল মানুষ। আমার বন্ধু, আমার পরিচালক। একজন জিনিয়াস মানুষ। অরুণ দা, আমরা তোমায় ভালবাসি, আর প্রচণ্ড মিস করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।
এই নিয়ে বেশ অনেকগুলি ছবিতেই দেব ঐতিহাসিক পটভূমিকায় অভিনয় করেছেন। বাঘা যতীন, বাংলার মানুষের কাছে একটা আবেগ। টিজারে যদিও, দেব যথেষ্ট ভালই প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু, নিজে অভিনয় না করলে ইন্ডাস্ট্রির লিডিং হিরোকেই বেছে নিতেন তিনি। সে আর কেউ না, বরং জিৎ। প্রকাশ্যেই জিৎ এর কথা জানালেন দেব।
উল্লেখ্য, শেষ হয়েছে প্রধান ছবির শুটিং। দেব জানিয়েছিলেন সব ঠিক থাকলে ডিসেম্বরে দেখা হতে চলেছে প্রধান ছবির মাধ্যমে। সেই কারণেই জ্বর নিয়েও শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। পুজোয় আসছে বাঘা যতীন।