বর্তমান সময়ে তিনি একের পর এক বাংলা সিনেমা নিয়ে ছক্কা হাঁকিয়ে চলেছেন। প্যান ইন্ডিয়া রিলিজ করছেন, নিজের সিনেমা নিয়ে মানুষের কাছে নানা বার্তা পৌঁছে দিচ্ছেন। কারণ, তিনি দেব। সিনেমার ধরণ পাল্টেছে, মানুষের মধ্যে এখন দেবের সিনেমা দেখার ঝোঁক আরও বেড়েছে। আর অভিনেতা...
Advertisment
বাঘা যতীন রিলিজের আগেই তিনি চুটিয়ে প্রমোশন করছেন। মুম্বাইয়ে গিয়েও তিনি ছবির প্রচার করছেন। এক বীর ভারত সন্তানের গাঁথা শোনাতে আসছেন তিনি। একসঙ্গে তিনটি ছবির রিলিজ, তাঁর সঙ্গেই পাল্লা দেবে বাঘা যতীন? সে তো সময় বলবে। তবে, দেব চেষ্টা করেছেন। রাজনীতির ময়দানেও তাঁর অবাধ যাতায়াত। মাঝেমধ্যেই এদিক ওদিক খতিয়ে দেখতে বেরিয়ে পড়েন তিনি। বাঘা যতীনের ভূমিকায় তাঁকে দেখা যাবে, কিন্তু সত্যিই যদি যতীন মুখোপাধ্যায় হতেন তবে?
স্বাধীন ভারতের স্বপ্ন চোখে নিয়েই যতীন মুখোপাধ্যায় লড়াই শুরু করেন। কিন্তু দেশকে আজাদীর তিরঙ্গা ওড়াতে দেখার সৌভাগ্য হয়নি তাঁর। দেব যদি, বাঘা যতীন হতেন তবে, কোন বিষয়ে পরিবর্তন আনতেন? প্রসঙ্গে দেব যা বললেন...
অভিনেতা সাফ জানালেন, শিক্ষায় বদল আনতেন। তাঁর কথায়.. "দেশের প্রতিটা মানুষ যদি শিক্ষিত হত তবে, চারপাশের পরিভাষায় অনেক বদল আসত। মানুষ থেকে নেতা সকলেই বদলে যেতেন। নেতাদের দোষ দিই আমরা, তবে মানুষ যদি প্রকৃত শিক্ষিত হন, তবে তাঁকে আর কেউ বোকা বানাতে পারবে না।"
ভারতবর্ষ, ধর্ম নিরপেক্ষ দেশ। তারপরেও, এই দেশে ধর্ম নিয়ে নানাসময় নানা আলোচনা, বিদ্বেষ। অভিনেতা আরও বলেন, ধর্ম আমাদের চাকরি বাকরি দেয় না কিন্তু। ভারত তো সব ধর্মের দেশ। সেটা আমাদের চোখে কেন পরে না? পার্টির দোষ দিচ্ছি না। কিন্তু আমার যে নৈতিক দায়িত্ব রয়েছে সেটা এড়িয়ে গেলে কী হবে?
এইবছর, পরপর তিনটি রিলিজ দেবের। ব্যোমকেশ সাফল্য পেয়েছে যথেষ্ট। এবার, অভিনেতা বাঘা যতীন নিয়ে আসছেন। তৃতীয়, ডিসেম্বরে রিলিজ করতে চলেছে প্রধান। সেই ছবির ডাবিং চলছে বর্তমানে।