ব্যোমকেশ চরিত্রে এবার দেখা যাবে টলিপাড়ার আরেক বিখ্যাত নায়ককে। এতদিন চিরাচরিত চরিত্রে অভিনয় করার পর এবার নিজেকে সম্পুর্ন ভিন্ন ভূমিকায় পর্দায় উপস্থাপিত করতে চলেছেন দেব। টলি ইন্ডাস্ট্রির নতুন ব্যোমকেশ অভিনেতা দেব!
Advertisment
আজই সুখবর দিয়েছেন তিনি। ১৭ বছর ইন্ডাস্ট্রিতে পুর্ন করেছেন। তাঁর পরেই এই বিরাট সুখবর। গোয়েন্দা চরিত্রে এই প্রথম কাজ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর সৃষ্ট এই চরিত্রে এর আগে কাজ করেছেন অনেকেই। অভিনেতা দেব যে অনেকটা পরিণত, এই সিদ্ধান্তে সেটি একেবারেই পরিষ্কার। সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়ে অভিনেতা বললেন...
"অভিনেতা হিসেবে আমার পরের ছবি 'ব্যোমকেশ দুর্গ রহস্য'। ১৭ বছর পূর্ণ হতেই আপনাদের সুখবর জানালাম। সকলের আশীর্বাদ, ভালবাসা কাম্য"। তবে, পরিচালক থেকে বাকি অভিনেতাদের নাম এখনও গোপন রেখেছেন অভিনেতা। সেই রোমান্টিক, লাভার বয় ইমেজ থেকে ভিন্ন চরিত্রে সিলভার স্ক্রিন কাঁপাচ্ছেন দেব। কখনও ঐতিহাসিক দামাল চরিত্র আবার কখনও বর্তমানের প্রজন্মের এক দায়িত্ববান নাগরিক - দর্শকদের পছন্দ অনুযায়ী নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন অভিনেতা।
সামনে, 'বাঘা যতীন', 'রঘু ডাকাতের' মত চরিত্র! তাঁর সঙ্গে আবার 'ব্যোমকেশ'। একাধারে এই চরিত্রে মাইলস্টোন সৃষ্টি করেছেন যীশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায় এবং পরমব্রত। এখন দেব ঠিক কিভাবে এই চরিত্রের সঙ্গে ন্যায় করেন সেটাই দেখার। ১৭ বছর ধরে লড়াই, ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই। অভিনেতা দেব থেকে প্রযোজক দেব হয়ে ওঠার রাস্তায় নানান কিছু দেখেছেন, নিজেকে নিংড়ে অভিনয় করেছেন।
এদিন, বাঘা যতীনের সেট থেকেই ১৭ বছরের অভিনয় জীবনের উদযাপন করেন অভিনেতা। লিখলেন, "আজ অভিনেতা হিসেবে ১৭ বছর পূর্ণ হল। কিন্তু আজকে একজন অভিনেতা হিসেবে নয়, বরং একজন প্রযোজক হিসেবে এই সেটে রয়েছি। আমার ঠিক কেমন অনুভূতি হচ্ছে, বলে বোঝাতে পারব না। এটা আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়।"