Advertisment

Dev: 'দেব সাংসদ, এটা করতে পারল?' সোশ্যাল মিডিয়ায় আক্রমণ প্রসঙ্গে ঠোঁটকাটা 'টেক্কা' অভিনেতা

Dev: অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি এখন সাংসদ, সেকারণেই কি তাঁকে নানা কথা শুনতে হয়? স্পষ্ট কথা দেবের। তাঁর সঙ্গে এও বললেন, কেন টেক্কা তাঁর ছবির তালিকায় জায়গা পেল?

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
dev1

Dev on Tekka: শেষ কিছুদিন তাঁকে নিয়ে নানা আলোচনা, দেব বলছেন...

দেব এবং টেক্কা - যে কয়েকটা বাংলা ছবি রিলিজ হচ্ছে, সবথেকে বেশি আলোচনায় এই ছবিই। বিশেষ করে রাজনৈতিক দলের নজর আকর্ষণ করেছে এই ছবিটি। দেবকে নিয়ে আরজি কর কান্ডের প্রথম দিন থেকে সমালোচনা কম হয়নি।

Advertisment

কিন্তু! আজ অভিনেতা জানিয়ে দিলেন হরেক সমালোচনা হলেও তিনি নিজের কাজে ভীষন বোল্ডনেস বজায় রেখেছেন। তাঁর সঙ্গেই দেব যাকে সবথেকে বেশি সমালোচনার শিকার হতে হয়, তিনি এই পদক্ষেপ নেবেন এমনটা ভাবা যায় না। অভিনেতা নিজের নতুন ছবির কথা বলতে গিয়েই এমন কিছু বললেন...

টেক্কা প্রসঙ্গে দেব...  

দেব এই ছবিতে এক সাফাই কর্মীর ভূমিকায়। আজ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসেই তিনি বলেন, দেব কেন এমন একটা চরিত্রে অভিনয় করল সেই নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। কিন্তু আমি অভিনেতা হিসেবে অবাক হয়ে গিয়েছিলাম এমন একটা চরিত্র দেখে। এই সোসাইটির ওপর ভিত্তি করে একটা গল্প। আমরা চিনি এই মানুষটাকে, এমনটাই মনে হবে। আমাদের ছবিতে এই লাইনটা আছে, যে আমাদের সমাজে আশেপাশে ঘুরে বেড়ায়, কিন্তু আমরা তাকিয়ে দেখি না। কিন্তু এবার দেখবে। খুব গুরুত্বপূর্ন একটা ছবি।

এখানেই থামলেন না দেব। একদম ভিন্ন রূপে তো বটেই, তবে দেব কিন্তু সোজা বললেন, এটা তাঁর বোল্ড একটা কাজ। তিনি আরও বলেন, "এরম একটা চরিত্রে হ্যাঁ বলার জন্য আমায় দশবার ভাবতে হবে। কারণ, সোশ্যাল মিডিয়ায় আমায় আক্রমণ করা হবে। দেব এটা করতে পারল? দেব সাংসদ, দেব এই দেব সেই! কিন্তু আমার একটা সময় পর মনে হয়েছিল, যে এধরনের গল্প আশা উচিত। দেবের ৪৫টা ছবির মধ্যে টেক্কা থাকা উচিত। যে শঙ্কর হতে পারে, যে বাঘা যতীন হতে পারে সে, করতে পারে এটা। এটা চ্যালেঞ্জ ছিল।"

উল্লেখ্য, দেবের এটা প্রথম রিলিজ এবছরের। বেশ কিছুদিন রাজনীতির মঞ্চে ব্যস্ত থাকার পর তিনি ফিরেছেন নিজের আসল কাজে। সামনে টেক্কা যেমন রয়েছে, তেমনই বহুবছর পর তিনি ফিরছেন কমার্শিয়াল ছবি, খাদান নিয়েও। সেই ছবিতে কাজ করেছেন যীশু সেনগুপ্ত নিজেও।

tollywood Dev tollywood news Tollywood superstar Dev
Advertisment