ইন্ডাস্ট্রিতে একটু পাতা উল্টালে দেখা যায়, দেব এবং শুভশ্রী জুটি কিন্তু বেশ মনোরঞ্জন করেছিলেন দর্শকদের। তার থেকেও বড় কথা দুজনের সম্পর্ক নিজে চর্চা বারবার উঠে এসেছে, তাতেও কিন্তু বেশ আগ্রহ ছিল বেশিভাগের।
যদিও সে সব এখন অতীত। শুভশ্রী এখন রাজ ঘরণী। দুই সন্তানের মা এবং দারুণ সুখে রয়েছেন। অন্যদিকে দেব এবং রুটিনের মধ্যে যে প্রেমের সম্পর্ক রয়েছে সে কথা কারো অজানা নয়। কিন্তু কিছুদিন আগেই, বহু সময় পর দেব এবং শুভশ্রীকে একই মঞ্চে দেখা যায়। শুভশ্রীর হাতে পুরস্কার তুলে দেন দেব। নিজস্ব বাইরের হয় ঝড়ের গতিতে।
আর আজ ফের একবার সেই ঘটনা তুললেন কুণাল ঘোষ। এক সাক্ষাৎকারে দেবকে, এই প্রসঙ্গেই তিনি জানতে চাইলেন। কুনালের প্রশ্ন ছিল ঠিক এমনই, বেশ কিছুদিন আগে একটি ভিডিও দেখছিলাম সমাজ মাধ্যমে, যেখানে অমিতাভ বচ্চন সিলসিলার একটি গানের রিসাইটেশন করছেন। এবং দর্শক আসনে তখন বসে আছেন রেখা। এবং এরপর অমিতাভ একটি লাইন বলেন, যেটি শুনে চোখের পাতা হালকা নামিয়ে নেন রেখা। যে লাইনটির কথা কুনাল উল্লেখ করলেন, এটি বাংলা তরজমা করলে দাঁড়ায়...
আমি জানি তুমি কোথাও নেই, আমার জীবনের কোথাও নেই। কিন্তু আমি জানি তুমি এখানেই আছো, কোথাও একটা রয়েছো... এরপরেই কুণাল ঘোষ মোক্ষম কথাটি বলে বসেন দেবের সামনে। তার কথায়, তুমি যখন শুভশ্রীকে পুরস্কারটি তুলে দিলে, তখন শুভশ্রী ও চোখ তুলে তোমার দিকে তাকাইনি। এই বিষয়টাকে দেব কিভাবে দেখছে?
যথারীতি দেব নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। কোন পরিস্থিতিতে কি উত্তর দেওয়া উচিত যে দেবের থেকে ভালো কেউ জানে না। তাইতো এত বিতর্কিত প্রশ্ন শুনে সোজা একটা কথাই বললেন, "সমস্যাটা হচ্ছে আমি সেখানে অমিতাভ বচ্চন ছিলাম না আমি সেখানে দেব ছিলাম।" এটুকু বলেই তিনি হাসতে শুরু করেন। আর কুমার ঘোষের বাকি থাকলো না এটা বুঝতে যে দেব আসলে কি বলতে চাইছেন।
প্রসঙ্গত, দেব শুভশ্রী জুটি সিনেমায় আবার দর্শকরা দেখতে চান উদাহরণ কম নেই। তাদের শুটিং করা ছবি ধূমকেতু রিলিজের অপেক্ষায় আজও বসে আছেন তারা। যদিও বা, সব ভুলে তাঁরা আবারও ছবি করবেন কিনা, সে তো সময় বলবে।