/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/dev1-1.jpg)
ব্যোমকেশ দেব...
পরীক্ষার আগে তাঁর দরবারে না গেলে হয়? আজকেই রিলিজ জীবনের অন্যতম সেরা ছবির। তাঁর আগেই দক্ষিণেশ্বর মন্দিরে মাথা ঠেকালেন দেব।
সকাল হতেই পৌঁছলেন ভবতারিণীর মন্দিরে। পরনে, নীল রঙা পাঞ্জাবি, পুজো সারলেন মাতৃমন্দিরে। সঙ্গে, অনুরাগীদের দর্শন করালেন মাতৃ মূর্তির। হাতে পুজোর ডালা, সেবায়িতদের সঙ্গে ছবিও তুললেন। লিখলেন, সবার ভাল হোক। হর হর ব্যোমকেশ। যদিও, সঙ্গে নেই তাঁর অন্তিম সত্য.. অর্থাৎ সত্যবতী। সঙ্গে, শিবের পুজোও করলেন তিনি।
আরও পড়ুন - স্বামীর সঙ্গে বিচ্ছেদ, জন্মদিনের শুভ-সময়েই ছেলে রাজ্যর নাম বদলে দিলেন পরীমণি?
আজই পরীক্ষার ফলপ্রকাশ। দেব ব্যোমকেশ হওয়ার যে চ্যালেঞ্জ নিয়েছিলেন তাতে আদৌ সফল হলেন কিনা আজই তাঁর প্রমাণ মিলবে। নতুন কিছুর চেষ্টা করেছেন তিনি। এমনকি আরেক ব্যোমকেশ পরিচালক, সৃজিতের কথায়, লার্জার দ্যান লাইফ সিনেমা বানানোর চেষ্টা করেছেন দেব। এখন দর্শকদের মন নতুন ব্যোমকেশের দিকে ঝোঁকে কিনা সেটাই দেখার।
উল্লেখ্য, দেবের রিলিজ নিয়ে সবসময়ই উত্তেজনা থাকে অনুরাগীদের। প্রজাপতি ছবিতেও কামাল করেছেন তিনি। এবার, আরেক ছবির পালা। পুজোয় রিলিজ করতে চলেছে বাঘা যতীন। সামনেই শুরু করবেন প্রধান ছবির শুটিং।