Dev Updates: আন্দোলনে পা না মেলাতেই দেবকে নানা কথার সম্মুখীন হতে হয়। নিজের আসন্ন ছবি খাদানের টিজার লঞ্চ আটকেও লাভ হল না। বরং তিনি দেশে ফিরেও পাবলিকের রোষানলে।
Dev brutally Trolled: চারিদিকে হাজারটা প্রশ্ন দেবকে নিয়ে। যখন, সারা কলকাতা আন্দোলনে ব্যস্ত, তখন তিনি মরুর দেশে ঘুরছেন। সেখানে জিম করতে করতে সমাজ মাধ্যমে ছবি আপলোড করছেন। তাঁকে নানা কথা শুনতে হয় নেট নাগরিকদের কাছে।
Advertisment
দেব এবং রুক্মিণী প্রায় অনেকদিন বিদেশে সময় কাটিয়ে ফিরেছেন। ছুটি কাটানোর পাশে পাশে সারা দেশ জুড়ে যে আলোড়ন উঠেছিল, তাতে সংঘবদ্ধ ভাবে আওয়াজ তুলেছিলেন। এমনকি, আসন্ন ছবি খাদানের টিজার লঞ্চ পর্যন্ত রদ করে দেন তিনি। কিন্তু, অভিনেতার এই সময় শহর ছেড়ে বাইরে যাওয়াতে যেন আপত্তি ছিল সকলের।
তারকাদের মধ্যে অনির্বাণ ভট্টাচার্য এবং দেব এই দুজনকে আন্দোলনে সামিল হতে দেখতে না পেয়ে আওয়াজ তুলেছিলেন সাধারণ মানুষ। দেবের ভক্তরাও তাঁকে ধিক্কার জানিয়েছিলেন। কিন্তু গতকাল দেশে ফিরেই দেব ছুটলেন হাসপাতালে। অভিনেতার কী এমন প্রয়োজন পড়ল, যে হাসপাতালে দৌড়তে হল তাঁকে?
সূত্রের খবর, দেবের বাবা অসুস্থ। তাই তো, বাড়ি ফিরেই তাঁকে দেখতে ছুটলেন হাসপাতালে। আজ সকালেও তিনি এবং রুক্মিণী একসঙ্গে তাঁর বাবাকে দেখতে গিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হতেই, তাঁকে রে রে করে উঠলেন বাকিরা। একজন সুপারস্টার কেন আন্দোলনে পা মেলালেন না? কেন প্রতিবাদে নামলেন না, সেই নিয়ে আওয়াজ তুলেছেন অনেকেই।
কেউ বললেন, একজন মেরুদণ্ডহীন নায়ক। আবার কেউ বললেন, পুরো শহর প্রতিবাদ করছে, আর একে দেখ? কেউ বললেন, হলিডে হয়ে গেল? এবার বাবার কথা মনে পড়ল? কিন্তু, দেব ভক্তদের কাছে এসব কিছু মানেই রাখে না। নায়ক দেব, নিজের সমাজ মাধ্যমে জাস্টিস নিয়ে পোস্ট করেছিলেন, বার বার তারা ইঙ্গিত দিচ্ছেন। এমনকি, দেব নিজের ছবির টিজার লঞ্চ পোস্টপন করেছেন, একথাও তাঁরা বারবার বলেছেন।
বিশেষ করে, দেবের বাবা যে অসুস্থ তাঁরা বারবার করে এটাই বলছেন। বাবার অসুস্থতা নিয়ে মজা করা একেবারেই উচিত না, এমনটাও উল্লেখ করেছেন তারা। সামনে, দেবের দুটি বড় ছবি রিলিজ করার অপেক্ষায়। একটি খাদান এবং আরেকটি টেক্কা। দুটির শুটিংয়ের কাজ প্রায় শেষ। এখন শুধুই রিলিজের অপেক্ষা।