Advertisment
Presenting Partner
Desktop GIF

Khadaan Vs Shontan: 'তুমিই তো সুপারস্টার...', বক্স অফিসের 'সর্দার' দেবকে বড় সার্টিফিকেট সন্তানের প্রযোজনা সংস্থার...

Khadaan and Dev: আজ সুপারস্টার দেবের জন্মদিনে, বাংলা সিনেমা ব্যাক করার পেছনে যে আসল অবদান কার, সেই নিয়েই পোস্ট দেখা গেল প্রযোজনা সংস্থার তরফে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
dev- khadaan

Dev Birthday: দেবকে নিয়ে বড় কথা প্রযোজনা সংস্থার...

ডিসেম্বরের ২০ তারিখের আগে থেকেই টলিপাড়ার বুকে যে আলোচনা চলছে সেটা শুধু সন্তান এবং খাদানকে ঘিরেই। দেব এবং রাজ চক্রবর্তীর ছবি ঘিরে যে ধরনের আলোচনা, তাতে এগিয়ে দেবের ছবিই। এমনকি, বক্স অফিসে খাদান যা ঝড় তুলেছে।

Advertisment

প্রথম দিন থেকে খাদান এবং সন্তান নিয়ে বাক বিতন্ডা তুঙ্গে। কখনও পরিচালকের নানা মন্তব্য, আবার কখনও রাজের ছবির অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সমাজ মাধ্যমে এমন কষ্ট করতে শুরু করেন যে বুঝতে আর বাকি রয় না, ঠিক কী এবং কাকে ইঙ্গিত করে একথা বলেছেন তিনি। কিন্তু, আজ সুপারস্টার দেবের জন্মদিনে, বাংলা সিনেমা ব্যাক করার পেছনে যে আসল অবদান কার, সেই নিয়েই পোস্ট দেখা গেল প্রযোজনা সংস্থার তরফে।

একথা অস্বীকার করলে চলবে না যে সন্তানের প্রযোজক সংস্থা SVF এর সঙ্গে যথেষ্ট সক্ষতা দেবের। তাঁদের সঙ্গে বহু কাজ করেছেন অভিনেতা। এমনকি তিনি এও বলেছেন এরা সকলেই তাঁর ভাই। সেখানে বাংলা সিনেমার অন্তর্বর্তী দ্বন্দ্ব মোটেই ভাললাগার কথা না। আর দেবের জন্মদিনে SVF এর তরফে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেবকে দেওয়া হল ক্রেডিট। কারণ, অবশ্যই খাদান ঝড়ে বক্স অফিস তোলপাড়।

Advertisment

অভিনেতার জন্মদিনে SVF এর তরফে জানানো হল, "আমরা জানি তুমি সবসময় সুপারস্টার। আর এবার খাদানের সঙ্গে সঙ্গে বাংলায় কমার্শিয়াল ছবি ব্যাক করেছে। এবং ম্যাজিক ক্রিয়েট করেছে। শুভ জন্মদিন দেব, এবং তোমার গোটা খাদানের গোটা টিমকে শুভেচ্ছা।"

দেবের জন্মদিনে তাঁকে বেশিরভাগ মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন। আর এবারের জন্মদিন আরও স্পেশ্যাল তাঁর কাছে কারণ, এবারটা বক্স অফিসের রাজা হিসেবে তিনি নিজের নাম প্রতিষ্ঠা করে নিয়েছেন। তাঁর জন্মদিন উপলক্ষে তারকারা নানা ছবি যেমন পোস্ট করছেন তেমনই তাঁর ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

tollywood Dev Tollywood superstar Dev tollywood news
Advertisment