/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/dev.jpg)
ছবি- দেব/ইন্সটাগ্রাম- আইসিসি/ইন্সটাগ্রাম
ভারত পাকিস্তান ম্যাচের জেরে অন্য কিছুতে কারওর মন বসে? তারপরেও বাঙালি ব্যস্ত, নিজের পছন্দ মত কাজে। আর দেব তাতে বেজায় খুশি। কেন?
উত্তরবঙ্গে শুটিং করছেন তিনি। সেখানকার বৃষ্টি অনুভব করছেন। পাহাড়ে বৃষ্টি সে আলাদাই রোমাঞ্চ। অভিনেতা নিজেই শেয়ার করলেন সেই ভিডিও। কিন্তু, উত্তরবঙ্গ থেকে তাঁর নজর কলকাতার দিকে। নন্দন চত্বরে কী হচ্ছে? জানতে মরিয়া অভিনেতা। ব্যোমকেশ রিলিজের পর থেকেই বাংলা ছবি দেখতে ফের হলমুখী বাঙালি।
একদিকে, জওয়ান এর প্রী বুকিং, অন্যদিকে আজকের ভারত পাকিস্তান ম্যাচ! সব ভুলেই বাঙালি দেবকে মন দিয়েছেন? অভিনেতার প্রযোজনা সংস্থার তরফেই জানানো হয়েছে আজ এত আবেগের মাঝেও দেবের প্রতি ভালবাসা অটুট রেখেছেন মানুষ। তারা লিখছেন...
আরও পড়ুন - অসভ্যের মত চিৎকার! ‘আমি চলে গেলে না হয়’, মেজাজ হারালেন শাহিদ কাপুর
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/dev1-1.jpg)
প্রচণ্ড বৃষ্টি, জওয়ানের অগ্রিম বুকিং কিংবা ভারত পাকিস্তান ম্যাচ...সবকিছুর পরেও নন্দন আজ হাউসফুল। কলকাতার সবথেকে বড় হলে আজও ব্যোমকেশ দেখতে মানুষ আগ্রহী। ২৩ দিনেও এই বিরাট সাফল্য, ধন্যবাদ সকলকে।
উল্লেখ্য, দেব মানেই এখন বিরাট ধামাকা। প্রধান ছবির শুটিং করতে ব্যস্ত তিনি। তাঁর মধ্যেই জ্বর বাঁধিয়েছিলেন কিছুদিন আগে। কিন্তু, সমস্ত বাঁধা তাঁর কাছে ফিকে। কারণ ডিসেম্বরে ছবি রিলিজের তাড়া। তাই তো, একবিন্দু কাজে ফাঁকি দিচ্ছেন না তিনি।