Advertisment

Dev - Ghatal: কথা রাখলেন দেব, মোদীর শপথ গ্রহণের আগেই ঘাটালে বৃক্ষরোপণ শুরু করলেন সাংসদ 

Dev and ghatal planting trees: দেব শুধু নিজের না, বরং হিরণের প্রাপ্ত ভোটের সংখ্যা নজরে রেখেও গাছ লাগাবেন। এমনই দাবি তাঁর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev, dev in ghataal, dev news, dev mp, dev tmcp, dev Tollywood, dev updates, গাছ লাগাচ্ছেন দেব, দেবের খবর

কথা রাখলেন দেব...

তিনি কথা দিয়েছিলেন। তিনি কথা রাখলেন। দেবের প্রতিশ্রুতি বিফলে গেল না। বরং তিনি শুরু করে দিলেন প্রকৃতির কথা ভেবে কাজ শুরু করা। আজ থেকেই গাছ লাগানোর প্রক্রিয়ায় অংশ নিলেন দেব। 

Advertisment

অভিনেতা এই প্রচণ্ড রোদে গাছ লাগাতে শুরু করলেন। যদিও বা তিনি বলেছিলেন যেকটা ভোট পাবেন, সেইকয়েকটা গাছ লাগাবেন। কিন্তু জেতার পরেই তাঁর দাবি বদল। দেবের এবারের লক্ষ্য নোটা বাদে যেকটা ভোট পড়েছে ঘাটাল লোকসভায়, সেই পরিমাণেই গাছ লাগাবেন। অর্থাৎ হিরণের প্রাপ্ত ভোটের অঙ্কেও গাছ লাগানো হবে। 

দেব রবিবার ঘেমে মেয়ে গাছ লাগাতে লাগাতে বলেন, "যা গরম! গ্লোবাল ওয়ার্মিং কমাতে এর থেকে ভাল উপায় নেই। আমি সবুজ ঘাটাল চাই। তাই এই উদ্যোগ। নোটা বাদ দিয়ে প্রায় ১৫ লক্ষ ভোট পড়েছে, সেই অনুযায়ী গাছ লাগানো হবে।" দেব শুধু একা নয়, বরং বাকি সকলকে এই কাজে আহ্বান জানিয়েছেন। অভিনেতার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে। 

আরও পড়ুন - Rukmini – Dev: দেবের সঙ্গে বিয়ে হয়েছে ৩ বছর,  সন্তানও রয়েছে? বাচ্চাটির পরিচয় সামনে আনলেন রুক্মিণী! 

আগামী পাঁচ বছরে প্রায় ১৫ লক্ষ গাছ লাগানো হবে এমনটাই উদ্যোগ দেবের। সবং এলাকায় লাগান হবে ৩৩ হাজার গাছ। শুধু গাছ লাগিয়ে ছেড়ে দেওয়া নয়। দেবের বক্তব্য, ছোট চারাগাছ গুলিকে যেন যত্ন এবং উপযুক্তভাবে বড় করা হয়। দেব প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার আগেই দেব কাজ শুরু করলেন। তাঁকেও শুভেচ্ছা জানালেন ঘাটালের সাংসদ। 

অন্যদিকে দেব হিরণ প্রসঙ্গে জানিয়েছেন, হিরণ যেটা করেছেন সেটা জেতার খাতিরে করেছেন। ওর উপর কোনও রাগ নেই। বরং কাজের খাতিরে সবটাই চলে। তবে, প্রথম দশ দিনে, ডেবরা, পিংলা, কেশপুর, ঘাটাল এবং পাশকুড়া এলাকায় প্রায় দশ হাজার গাছ লাগানো তাদের টার্গেট। 

tollywood Dev Entertainment News
Advertisment