Dev In 2024: সামনেই লোকসভা নির্বাচন। তাঁর আগেই প্রশ্ন উঠছিল এমনই যে টলিপাড়ায় যে তারকারা রাজনীতির মঞ্চে রয়েছেন তারা দাঁড়াচ্ছেন নাকি না। দেব বিতর্ক উস্কে দিলেও এবার আসল কথাটা বললেন।
সামনে হাজারো কাজ। একের পর এক ছবির ঘোষণা করেছেন তিনি। এবং সেই কারণেই তাঁর বিপুল ব্যস্ততা। সবার প্রথমে 'খাদান' ( Khadaan )। তারপর, পুজোয় আসছে 'টেক্কা' ( Tekka )। এবং তারপর ডিসেম্বরে ফের একবার অভিজিৎ সেনের সঙ্গে তিনি জুটি বাঁধছেন। শেষ হয়ে গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ( Srijit Mukherjee ) ছবি 'টেক্কা'র শুটিং। খাদান নিয়েও তার ব্যস্ততা। কোল মাইনে গিয়েছিলেন রেইকি করতে।
জানিয়েছিলেন, এই ছবিতেই সবথেকে বেশি এক্সপেরিমেন্ট করছেন। যীশু সেনগুপ্ত ( Jissu Sengupta ) কাজ করছেন এই ছবিতে। তবে, এত ব্যস্ততার মাঝে রাজনীতির ময়দানে তিনি অটল এবং অনড়। তিনি এবার থাকবেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে, হ্যাঁ! তিনি সাফ জানিয়েছেন যে এবারও ঘাটালের হয়ে তিনি থাকছেন। গতকাল, অভিনেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান..যে প্রস্তাবনা তিনি পেয়েছেন তারপর তিনি সিদ্ধান্তে এসেছেন ঘাটালের হয়ে তিনি দাঁড়াচ্ছেন।
আরও পড়ুন - Dev-Mithun: ‘এই রাজনীতি আমি করি না..’, ‘বাবা’ মিঠুনকে দেখে বেরিয়েই সোজাসাপ্টা দেব!
অভিনেতা বললেন, "মানুষের ৭০ বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে। তাই, আমি সিদ্ধান্তে এসেছি সাধারণ মানুষের স্বার্থে সেখান থেকে দাঁড়াব। কারণ, যারা আমরা শহরে থাকি তাদের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান সেরকম কিছু না, কিন্তু সেখানের মানুষের কাছে বড়ই গুরুত্বপূর্ন।"
প্রসঙ্গত, গতবছর তাঁর তিনটে ছবি রিলিজ করলেও একমাত্র লাভের মুখ দেখেছিল ডিসেম্বরে রিলিজ করা প্রধান। অভিনেতা ব্যোমকেশ হিসেবেও ধরা দিয়েছিলেন পর্দায়। তখনও সিনেপ্রেমীদের মুখে শোনা গিয়েছিল, দেব নাকি নিজের ক্যারিশমা দেখাতে পারেননি। সামনে, একেই নির্বাচন তাঁর মধ্যে এতগুলো ছবি। কীভাবে সামাল দেন তিনি সেটাই দেখার।