Advertisment

Dev: বাবার কি সত্যিই শরীর খারাপ? বাংলার উত্তপ্ত পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন দেব?

Dev father's update: শহরে যেদিন ফিরলেন, সেদিন থেকেই নাকি অভিনেতার বাবা অসুস্থ। তবে, তাতে নেট জনতার কিছুই যায় আসে না। দেব প্রতিবাদে পা না মেলাতেই চারিদিকে হইহই।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dev father's health news actor as in dillema? Here is the fact

Dev fathers' Update: বাবার শরীর নিয়ে কী বলছেন দেব?

অভিনেতা দেবকে নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। তাঁকে মেরুদণ্ডহীন বিশেষণের পাশাপাশি নানা কথা বলা হচ্ছে। সারা দেশ তথা এই রাজ্য যখন উত্তপ্ত একটি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে, তখন দেব রাস্তায় নেমে প্রতিবাদ করা তো দূর মরুর দেশে জিম করতে ব্যস্ত ছিলেন।

Advertisment

যদিও বা সেখান থেকে তিনি প্রতিবাদ করছেন। নিজের আসন্ন ছবির টিজার মুক্তি পিছিয়ে দিয়েছেন তিনি। কিন্তু, তাতে কী? অভিনেতাকে কটাক্ষ করা হচ্ছে, প্রতিনিয়ত। তবে, খবর মিলেছিল দেশে ফিরতেই বাবাকে নিয়ে একটু সমস্যায় পড়েছেন তিনি। তাঁর বাবার নাকি শরীর খারাপ। ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁকে দেখতেও গিয়েছিলেন দেব এবং রুক্মিণী। কিন্তু, এতেও শান্তি মেলেনি।

দেব তাঁর বাবাকে হাতিয়ার করে ইমেজ ঠিক করার চেষ্টা করছেন? আদৌ তাঁর বাবা হাসপাতালে ভর্তি? নানা প্রশ্ন করছেন নেট নাগরিকরা। বাবার শরীর খারাপ যেদিন থেকে, তাঁর আগেই অভিনেতা ফিরেছেন ছুটি কাটিয়ে। তাই টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, এই খবর ভুয়ো না। বরং সত্যি তাঁর বাবা অসুস্থ।

তাঁর বাবা প্রযোজনা সংস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু বয়সের ভাঁজেই হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয় তাঁর। তখনই, তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। নানা টেস্ট হয়েছে অভিনেতার বাবার। অনেক রিপোর্ট আসা বাকি। তারপরই বোঝা যাবে সমস্যা কোথায়। কানাঘুষো খবর, যদি প্রয়োজন পড়ে তবে অস্ত্রোপচার করাতে হতে পারে।

দেব, যখন বিদেশের বুকে জিমের ছবি পোস্ট করেছিলেন, ঠিক তখনই তাঁকে উল্লেখ করে নানান মন্তব্য এবং মিম ভাইরাল হতে থাকে। দেবের ফ্যানরা এও বলেছিলেন, যে তাঁকে কিছু বলার আগে, অনুরাগীদের সামনা করতে হবে। কিন্তু এমন, ভয়ঙ্কর এক পরিস্থিতিতে দেবের সঠিক মন্তব্য এবং পায়ে পা মিলিয়ে না হাঁটার ফল কি তাঁর বিপদ ডেকে আনবে? অন্তত, সমাজ মাধ্যমে তেমনই রেশ।

আসন্ন, দুটো ছবি। খাদান এবং টেক্কার শুটিং শেষ করেছেন। কিন্তু, এটুকু বলাই যায় অনেকেই ক্ষেপে রয়েছেন তাঁর ওপরে। তাঁরা এও বলছেন, আসন্ন ছবিতে সবটাই বোঝা যাবে। বাংলা ছবির ক্ষেত্রে এদের পাশেও তাঁরা দাঁড়াবেন না। আর একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে, যেখানে বাংলার বুকে বাংলা ছবি চলছে না। সেখানে স্ত্রী ২ দারুণ ব্যবসা করছে।

tollywood Dev Entertainment News
Advertisment