Dev-Prasenjit: 'রাজার রাজা' ট্রেন্ডের মাঝেই দেবের কণ্ঠে প্রসেনজিতের 'চিরদিনই তুমি যে আমার'! দেখুন ভিডিও

Dev Video: সোশ্যাল মিডিয়ায় দেব একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে অমরসঙ্গীর গানে প্রসেনজিৎকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নেপথ্যে কারণ কী?

Dev Video: সোশ্যাল মিডিয়ায় দেব একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে অমরসঙ্গীর গানে প্রসেনজিৎকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নেপথ্যে কারণ কী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
অমরসঙ্গীর গানে কেন প্রসেনজিৎ-কে ধন্যবাদ দেবের?

অমরসঙ্গীর গানে কেন প্রসেনজিৎ-কে ধন্যবাদ দেবের?

Dev:২০ ডিসেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে 'খাদান'। আর মুক্তির পর খাদান ঝড়ে উত্তাল বক্স অফিস। ক্রিসমাসের মরশুমে একসঙ্গে চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। বক্স অফিসে লক্ষ্মীলাভের লড়াইয়ে তিনটি ছবিকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে দেব-যিশুর খাদান। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে বেঙ্গল ট্যুরের মাধ্যমে একেবারে অভিনব কায়দায় প্রচার করেছে টিম খাদান।

Advertisment

ছবির সাফল্যে অনেক কটাক্ষও শুনতে হচ্ছে সুপারস্টার দেবকে। তবে সে সব গায়ে না মেখে আপাতত ছবির সাফল্য সেলিব্রেশনে মেতে রয়েছেন 'রাজার রাজা'। জন্মদিনেও খোশ মেজাজে ধরা দিয়েছেন দেব। এবার অমরসঙ্গীর গানে 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎকে ধন্যবাদ জানালেন 'চ্যাম্প'। 

দেব তাঁর অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। তারপরই কণ্ঠ ছেড়ে গাইলেন 'অমরসঙ্গী'-র সেই পপুলার গান 'চিরদিনই তুমি যে আমার'।

Advertisment

ভিডিওর শুরুতেই প্রসেনজিৎ-কে বুম্বা দা বলে সম্বোধন করেছেন দেব। এরপরই ভালবাসা জাহির করে বলেন, যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে সকলে গর্বিত। তাই টিম খাদানের তরফেও তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হল। 

ভিডিও-র ক্যাপশনে লেখা, 'বুম্বা দা তোমাকে ভালবাসি। বাংলা সিনেমায় তোমার অনবদ্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। টিম খাদানের তরফে তোমার জন্য ভালবাসা। ভালবাসি।' পোস্টের শেষে প্রসেনজিৎকে ট্যাগ করে দেওয়া আছে একটা লাল হৃদয়ের ইমোজি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় দেবের এই ভিডিওটি।

খাদান মুক্তির এক সপ্তাহে ৬.৫০ কোটি এসেছে দেব-যিশুর ঝুলিতে। আগামীতেও যে খাদান বক্স অফিস কাঁপাবে সে কথা বলার অবকাশই রাখে না। ছবির সাফল্য কামনায় বেঙ্গল ট্যুরের মাঝেই তারাপীঠে মায়ের কাছে পুজো দিয়েছেন। গিয়েছিলেন নৈহাটির বড়মা-র মন্দিরেও।

ছবি মুক্তির আগে দেব বরাবরাই ভগবানের কাছে পুজো দেন। মুক্তির পর দর্শকের দরবারে ভাল সাড়া পেতেই কালীঘাটে পুজো দিয়েছেন সুপারস্টার দেব। চিত্র। মুক্তির একদিন আগে অগ্রিম টিকিট বুকিংয়ের অপশন বন্ধ!

বিষয়টি নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে দক্ষিণ কলকাতার একটি হলে অগ্রিম বুকিংয়ের অপশন খুলে দেওয়ার ব্যবস্থা করেন। মুহূর্তে টিকিট বিক্রির গ্রাফ ছিল চোখে পড়ার মতো। বাকিটা তো ইতিহাস। দেবের খাদান ঝড় নতুন বছরে আরও গতিবেগ বাড়ায় কিনা সেটা তো সময় বলবে। 

Dev Bengali Cinema Bengali Actor Bengali Film Prasenjit Chatterjee Bengali Film Industry Khadaan