Dev On Fans: 'কাউকে ছোট করে বড় হওয়ার স্বপ্ন দেখি না', শিবপ্রসাদ-জিনিয়াকে 'দেবীয়ান'দের কটাক্ষের জবাব দেবের

Dev: শিবপ্রসাদ ও তাঁর স্ত্রী জিনিয়া সেনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরামি করেছেন দেবভক্তরা। এতদিন অভিনেতা চুপ থাকলেও এবার মুখ খুললেন পর্দার শ্যাম মাহাতো।

Dev: শিবপ্রসাদ ও তাঁর স্ত্রী জিনিয়া সেনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরামি করেছেন দেবভক্তরা। এতদিন অভিনেতা চুপ থাকলেও এবার মুখ খুললেন পর্দার শ্যাম মাহাতো।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev-khadan release

শিবপ্রসাদ-জিনিয়াকে 'দেবীয়ান'দের কটাক্ষের জবাব দেবের

Dev On Controversy: কাজের চূড়ান্ত ব্যস্ততা। বিনোদিনীর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান সেরেই শহর ঘুরে সিঙ্গল স্ক্রিনে খাদানের প্রমোশনে দেব। ২০ ডিসেম্বর খাদান মুক্তির আগে থেকেই সিনেমার প্রচারে চূড়ান্ত ব্যস্ত 'রাজার রাজা'। এই মুহূর্তে তো হায়দরাবাদ থেকে মুম্বই সহ একাধিক শহরে মুক্তি পেয়েছে খাদান। বক্স অফিসে লক্ষ্মীর ভান্ডার একেবারে ফুলে ফেঁপে উঠছে।

Advertisment

এর মাঝেই 'দেবীয়ানদের' কীর্তিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বহুরূপীর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে অকথ্য ভাষায় আক্রমণ করেছে। শুধু তাই নয়, পরিচালকের স্ত্রী জিনিয়া সেনের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। এত কিছুর পরও দেবের মুখে কেন কুলুপ? 

এই নিয়েও শুরু হয়েছে চর্চা। শিবপ্রসাদ-জিনিয়া থানায় পর্যন্ত গিয়েছেন। তারপরও দেবের কোনও প্রতিক্রিয়া কেন নেই সেই নিয়েও প্রশ্ন উঠেছে। অবশেষে ভক্তদের আক্রমণাত্মক মনোভাব নিয়ে মুখ খুললেন দেব। অভিনেতা জানান, অনুরাগীরা কটাক্ষ করছেন সেটা তিনি শুনেছেন। কিন্তু, এই বিষয়টাকে মোটেই সমর্থন করেন না। কাউকে কোনও রকম কটাক্ষ বা অপমান করার ঘোর বিরোধী দেব। 

Advertisment

কাউকে ছোট করে নিজে বড় হওয়ার স্বপ্ন দেখেন না সুপারস্টার। কোনও গডফাদার ছাড়াই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে একা লড়াই করার কথাও শোনা গেল দেবের মুখে। দিনরাত উদয়াস্ত পরিশ্রম করে পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করে চলেছেন।

 সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে ছবির প্রচার করে দর্শককে হলমুখী করাই তাঁর একমাত্র লক্ষ্য। তাই দেব তাঁর অনুরাগীদের কাছে অনুরোধ করেছেন, তাঁরা যেন কাউকে কোনও রকম অপমান বা কটাক্ষ না করেন। ফেসবুক লাইভে এসেও 'দেবীয়ান'দের আচরণ শুধরে নেওয়ার বার্তা দেন।

কাউকে অপমান বা কটাক্ষ না করার পরামর্শ দেন দেব। উল্লেখ্য, দেব কিন্তু, সেখানে শিবপ্রসাদ বা জিনিয়ার নামোল্লেখ করেননি। ১০০ শতাংশ কমার্শিয়াল সিনেমার হৃতগৌরব পুনরুদ্ধার করে গোটা বাংলার বুকজুড়ে বিজয়রথ ছোটাচ্ছেন সুপারস্টার দেব। ২০২৭-এর মধ্যে ইন্ডাস্ট্রি কী ভাবে ছবি থেকে ৫০ কোটির ব্যবসা করবে সেই টার্গেট নিয়েই এগতে চান। বক্স অফিসের গগনচুম্বী সাফল্যই খাদান মুক্তির চার সপ্তাহ পরও দেবকে ভালবাসায় ভরিয়ে দিচ্ছে।  

Bengali Film Industry Bengali Cinema Bengali Film Bengali Actor Dev Tollywood superstar Dev