Advertisment

Dev : দেবের ভাড়া বাড়িতে পা-ও রাখেননি বাবা! অহংকার নাকি? চোখের জলে...

বাবার সিদ্ধান্ত প্রসঙ্গে দেব বলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev, dev news, dev bengali actor, dev tollywood news, dev news, dev tolly update, pradhan update, দেব, বাঙালি অভিনেতা দেব, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali ne

দেব

একের পর এক হিট ছবি, বাংলা ইন্ডাস্ট্রিতে তিনিই এখন একমাত্র মানুষ যার ঝুলি ভর্তি ভিন্ন ধাঁচের সিনেমা। যে ছবিতেই হাত দিচ্ছেন সেটাই ভাল ব্যাবসা করছে। ব্যোমকেশের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি।

Advertisment

অভিনেতা দেব থেকে প্রযোজক দেব... নেহাতই সহজ ছিল না রাস্তাটা। কিন্তু তিনি পেরেছেন। নিজেকে প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে আজকে দেব মানেই নতুন কিছু। কিন্তু, একটা সময় ছাদের জন্য প্রাণপাত করেছিলেন দেব। অনুরাগ বসুর একটি শোয়ে এসেই দেব জানিয়েছিলেন, সবথেকে বড় সাফল্য তাঁর বাড়িই।

সাউথ সিটির বুকেই প্রথম নিজের আস্তানা গেরেছিলেন তিনি। দেব বলেন, আমার বাবা সবসময় বলতেন যে কে কী খাচ্ছে, কে কী করছে কেউ দেখবে না বিশ্বাস কর। নিজের একটা ছাদ রাখা খুব দরকার। দিনের শেষে, একটা আস্তানা, নিজের ছাদের কথা সবাই জিজ্ঞেস করে। আর আমার বাবা, কোনওদিন যে ভাড়া বাড়িতে আমি থাকতাম সেখানে আসতে চাননি। বাবার ইচ্ছেই ছিল না। তিনি বলেছিলেন, যেদিন নিজের একটা বাড়ি হবে তোর, সেদিন গিয়ে থাকব। আমার যে বাড়িটা হচ্ছে সেটাই সবথেকে বড় সাফল্য। যেকোনও পুরস্কারের থেকে বড় এটা।

আরও পড়ুন - কোটি কোটি টাকা দিয়েও রাজকে কিনতে পারলেন না? শেষমেশ পাল্টি খেলেন পরিচালক!

দক্ষিণ কলকাতার এদিক-ওদিক ঘুরেছেন দেব। শুধু একটা বাড়ির আশায়। দেব হেন কোনও বাড়ি বাদ দেননি যেটা বিক্রয় আছে। সকলের সঙ্গে গিয়ে কথা বলেন। যখন বাজেট ছাড়িয়ে যায়, তখন ঘুম উড়েছিল তার এতটাকা কীভাবে শোধ করবেন? কিন্তু, বাবা-মায়ের খুশির কাছে সবই হেরেছিল সেদিন।

উল্লেখ্য, দেব শুটিং শুরু করেছেন প্রধান ছবির। ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা। কানাঘুষো খবর, রাজ চক্রবর্তীর সঙ্গেও নাকি ফের হাত মিলিয়েছেন। আবার, সৃজিতের সঙ্গেও তাঁর ছবি বেরোনোর কথা ২০২৩ সালে।

tollywood Dev Entertainment News
Advertisment