Dev-Keshpur: 'বাংলায় বলুন না…', হিরণকে চুপ করিয়েছিলেন এক বাক্যেই! এবার কেশপুরের কাকার প্রেমে মশগুল দেব…

দেব তাঁর ফ্যান, তাহলে কি হিরণ কাণ্ডে খুশি হয়েছেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev, dev in keshpur, dev in tmcp, tmcp, hiran Chatterjee, dev vs hiran

dev- কেশপুরের কাকাকে নিয়ে দেব...

কালীঘাটের কাকুর পর এবার কেশপুরের কাকা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গ্রামের এই মানুষটি। কারণ, কিছুদিন আগে তাঁর সহজ-সোজা কথা। এমনি এমনি তো, দেব তাঁর ফ্যান নয়।

Advertisment

ঘাটালে দেব বনাম হিরণ লড়াই জমে উঠেছে। দুজনেই তারকা, ইন্ডাস্ট্রির মানুষ। তাই দুজনে যে ধরনের কথাবার্তা একে অপরকে নিয়ে বলছেন, তাতে হেসে খুন নেটপাড়া। যদিও, হিরণ যা বলছেন, তাঁর থেকে দেবের প্রতিক্রিয়া অনেক কম।

কিন্তু, কিছুদিন আগে হিরণকে প্রকাশ্যে চুপ করিয়ে দেওয়া মানুষটির জন্য আলাদারকমের ইমোশন কাজ করছে দেবের। ঠিক যে সময় হিরণ বলছেন, কোন ভাষায় কথা বলব জানি না। সেই মুহূর্তেই মানুষটি বলে বসেন, বাংলা ভাষায় বলুন না। তারপর, সেই ভিডিও ভাইরাল ঝড়ের গতিতে।

Advertisment

আর আজ তাঁকে সামনে পেয়েই দেব আনন্দে আত্মহারা। তিনি সেই কাকা-সম মানুষটিকে আলিঙ্গনে ভরিয়ে ছবি পোস্ট করতেই হইহই-রইরই কাণ্ড! দেব লিখছেন -"সবাই আমার ফ্যান, আর আমি এই কাকার ফ্যান।"

এই পোস্টেই খিল্লি! অভিনেতার সেন্স অফ হিউমার নজর কেড়েছে সকলের। তাহলে কি নিয়ে হিরণকে প্রকাশ্যে হাসলেন তিনি? বেশিরভাগই ধরে নিয়েছেন এমনটাই।

Entertainment News Hiran Chatterjee bollywood Dev tollywood