Advertisment
Presenting Partner
Desktop GIF

প্রকাশ্যে 'গোলন্দাজ' নগেন্দ্রপ্রসাদ

ফুটবল প্রিয় না হলে খাঁটি বাঙালির সংজ্ঞায় অসম্পূর্ণতা রয়ে যাবে। দেবের সঙ্গে জুঁটি বেঁধে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পর্দায় আনছেন ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
dev

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় দেব। ফোটো- দেবের ইনস্টাগ্রাম

ঠিক যেমন মাছ-ভাত বাঙালির সমার্থকে পরিণত হয়েছে তেমনই ফুটবলটাও তো রক্তে। ফুটবল প্রিয় না হলে খাঁটি বাঙালির সংজ্ঞায় অসম্পূর্ণতা রয়ে যাবে। এদিন নগেন্দ্রপ্রসাদের লুকে দেখা মিলল দেবের। দেবের সঙ্গে জুঁটি বেঁধে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পর্দায় আনছেন ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে।

Advertisment

এই ছবির মাধ্যমেই ফের ভেঙ্কটেশের সঙ্গে ফের একবার জোট বেঁধেছেন দেব। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে গিয়েছিল ছবির প্রস্তুতি। বুধবার থেকে শুরু হল 'গোলন্দাজ'-এর শুটিং। এদিন সকালে নিজের নগেন্দ্রপ্রসাদের লুক শেয়ার করলেন দেব।

golondaaj নগেন্দ্রপ্রসাদের লুকে দেব। ফোটো- দেবের ইনস্টাগ্রাম

আরও পড়ুন, আর্টিস্ট ফোরামের নতুন সভাপতি নির্বাচন, জল্পনা তুঙ্গে

বাঙালির ‘ফুটবল প্রিয়’ তকমাটা যে মানুষটার জন্য শুরু হল, তিনিই ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছেন। ”তিনি তো যুগপুরুষ। কিন্তু ফুটবল পাগল এই জাতিটা মানুষটাকে ভুলে গিয়েছি, কী অদ্ভুত বিস্মৃতি না!” আক্ষেপের সুরে বলেছিলেন ধ্রুব। তাই নতুন লুকে দর্শক দেখতে পাবে দেবকে।

‘আমাজন অভিযান’-এর পর এই ছবির মাধ্যমেই ভেঙ্কটেশের সঙ্গে জুটি বাঁধছেন দেব। যাত্রা হবে ইতিহাসের পথ ধরে চিত্রনাট্যের গহ্বরে, একথা আগেই প্রকাশ্যে এসেছে। কিন্তু এই ছবি নগেন্দ্রপ্রসাদের বায়োপিক নয়। দেবের সঙ্গে এসফিএফের বিতর্কের বরফ গলল ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই। ইতিহাস বিকৃত হয় এমন কিছু করবেন না তিনি। কেবল প্রয়োজন মত এগিয়ে-পিছিয়ে নেবেন ঘটনাক্রম।

আরও পড়ুন, চাকরি ছেড়ে ‘মীরাক্কেল’! রিয়্যালিটি শোয়ের ‘দাদাগিরি’-তে মগ্ন সঙ্গীত

শুটিং হবে কলকাতা ও শহরতলীতে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। এদিন চিত্রনাট্যের ছবি সোশালে দিয়ে শুটিং শুরুর কথা জানালেন দেব। এখন 'গোলন্দাজ' মুক্তির অপেক্ষায় দর্শক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Dev SVF Bengali Cinema
Advertisment