Khadaan: 'লাল রাজা-নীল রাজা। আইনের চোখে মাফিয়া মানুষের মনে মসিহা', ধুঁয়াধার অ্যাকশন-প্রেম-বিরহ-বিয়ের কোলাজে দুই মিনিট ৩১ সেকেণ্ডের ভিডিওতে টানটান উত্তেজনা। বাবা-সন্তানের ভূমিকায় দ্বৈত চরিত্রে দেব, যিশু আর কয়লাখনির এক দুরন্ত কাহিনির নেপথ্যে গল্প বুনেছেন পরিচালক সুজিত রিনো দত্ত সেই আভাস মিলেছে ট্রেলারেই। নির্দিষ্ট দিনে প্রযুক্তিগত সমস্যার কারণে মুক্তি পায়নি খাদানের ট্রেলার। কিন্তু, শহরজুড়ে খাদানের প্রচার কিন্তু অব্যাহত। দেব তাঁর ভক্তদের কথা দিয়েছিলেন সেরা ট্রেলার উপহার দেবেন।
যেমন কথা তেমন কাজ। একটু দেরিতে হলেও আরও একবার দেব প্রমাণ করে দিলেন তিনি কথা রাখতে জানেন। ট্রেলার মুক্তিতে সামান্য দেরি বলে তো আর খাদানের ক্রেজ থমকে যাবে না, বরং শুক্রবার মুক্তির আগে গতি বাড়িয়ে দেবভক্তদের উপর যেন আছড়ে পড়ল খাদান ঝড়।
'সাপ কাটলে মানুষ মরে, লোভ সেই সাপের মনি। শাক দিয়ে ঢাকছো মাছ, বলবে কথা কয়লা খনি'- এই ক্যাপশনেই খাদানের ট্রেলার পোস্ট করেছেন দেব। ট্রেলারের শুরুতেই আবহ সংগীত 'যা যা বলে দে, তোর বাপ এসেছে', দোসর দেবের উসখোখুসকো চুল, মুখে বিড়ি আর মারকাটারি অ্যাকশন।
'ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি'? দেবের এই সংলাপের সঙ্গে দীর্ঘদিন পর অ্যাকশন হিরো অবতারে ট্রেলারে সুপারস্টারের কয়েক ঝলকেই 'ফ্ল্যাট' ভক্তরা। খাদানের সংলাপও দাগ কাটল দর্শকের মনে। 'ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতোর রাগ' থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন মোহন যে চরিত্রে অভিনয় করেছেন যিশু।
দেব-যিশুর যুগলবন্দি অভিনয় ছক্কা হাঁকিয়েছে খাদানের ট্রেলার। এখন প্রশ্ন একটাই,'রাজার রাজা' কে? এই উত্তরের জন্য ২০ ডিসেম্বর পর্যন্ত একটু সবুর করতেই হবে। উল্লেখ্য, খাদানে শ্যামের স্ত্রী যমুনার চরিত্রে দেখা যাচ্ছে বলি ডিভা বরখা বিশতকে। শ্যামের ছেলের অর্ধাঙ্গিনীর ভূমিকায় ইধিকা পাল।
দেব-ইধিকার প্রেমের রসায়ন যে খাদানের অন্যতম আকর্ষণ সে কথা বলাইবাহুল্য। খাদানের ট্রেলারে কিন্তু, নজর কেড়েছেন টলি অভিনেতা বনি সেনগুপ্তও। যিশু সেনগুপ্তর বিপরীতে দেখা যাবে স্নেহা বসুকে। বড় পর্দায় কয়লা মাফিয়াদের কাহিনি বক্স অফিসের লক্ষ্মীলাভে কতটা প্রভাব ফেলতে পারে এখন সেটাই দেখার।