বাংলা ছবির ইতিহাসে খাদান যেন মাইলস্টোন সৃষ্টি করেছে। ৭ দিনেই এহেন নজরকাড়া সাফল্য, এবং আশা করা যাচ্ছে ধীরে ধীরে এই ছবি বাংলার সর্বোচ্চ বক্স অফিস উপার্জনকারী ছবি হিসেবে জায়গা করে নেবে। সেইদিকেই এগোচ্ছে এই ছবির সাফল্য।
দেব যীশু এবং অন্যান্য অভিনেতার কৃতিত্ব সঙ্গে ধুঁয়াধার অ্যাকশন সবমিলিয়ে যেন তাণ্ডব চলছে বক্স অফিসে। আরও তিনটে বাংলা ছবিকে ধারে কাছেও ঘেঁষতে দিচ্ছে না খাদান। ৭ দিন পর, বক্স অফিসে যে সংখ্যা কোটিতে দেখা যাচ্ছে, সেটি এত অল্প দিনের মধ্যে বাংলা ছবির পক্ষে আয় করা খুব সহজ নয়। প্রায় ৩ মাস পর অন্তত, ১১ সপ্তাহ পর বহুরুপীর বক্স অফিস রেকর্ড বলছে ১৭ কোটির মত। কিন্তু, নতুন বছরের শুরুতে এই ছবি যে বহুরূপী কে টেক্কা দিতে পারে, তেমনটাই বাণিজ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন।
৭ দিনের শেষে, দেবের ছবি ব্যবসা করেছে ৭কোটি ২৬ লক্ষ। এত অল্প দিনে বিরাট মাইলস্টোন সৃষ্টি করেছে এই ছবি। এবং সবথেকে বেশি ব্যবসা করেছে বড়দিনের দিন। ১কোটি ২০ লক্ষ টাকা ব্যবসা করেছে এই ছবি। কিন্তু, তিন সপ্তাহ পরেও দক্ষিণী ছবি পুষ্পা ২ এর রাজ পশ্চিম বাংলায় বিদ্যমান। কত টাকার ব্যবসা করল এই ছবি? বক্স অফিস বলছে, শেষ তিন সপ্তাহে ধামাল মাচিয়ে দিয়েছে এই ছবি।
রিপোর্ট বলছে তিন সপ্তাহের শেষে এই ছবি ৪৩ কোটির ব্যবসা করেছে। এবং একথা অজানা নয়, হিন্দি ছবি কিংবা দক্ষিণী ছবির প্রভাব এই বাংলায় বাংলা ছবির থেকেও বেশি, সে প্রমাণ বারবার মিলেছে। জওয়ান কিংবা পাঠান অথবা অ্যানিম্যাল, সব ছবিই এই বাংলায় বহু টাকার ব্যবসা করেছে। আবার পুষ্পা কিংবা RRR পিছিয়ে নেই সেক্ষেত্রে। এমনকি, যখন বড়দিনের আগে বাংলা ছবি রিলিজ করছে তখন রীতিমত শো পাওয়া নিয়ে শুরু হয়েছিল দ্বন্দ্ব।
কিন্তু, দেবের খাদান যে বাংলার মানুষকে আবারও বাংলা ছবি দেখতে হলমুখী করে তুলেছে, সেকথা অনেকটা গ্রহণযোগ্য। গতকালও দেব লাইভে এসে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।