/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/Snapinsta.app_312373791_502744758414324_1624554567875639846_n_1024.jpg)
দেবের কাছের মানুষ
ব্যোমকেশের শুটিং শেষ করেই দেব ফিরেছেন শহরে। এখন একটু বিশ্রামের পালা। কারণ, অগাষ্ট মাস থেকেই আবার উত্তরবঙ্গে প্রধান ছবির শুটিং করতে বেরিয়ে পড়বেন তিনি। তাঁর আগেই এলাকায় হাজির তাঁর বিখ্যাত মানুষ। দেখে দেব যা করলেন...
তিনি দেব, তাঁর জন্য বঙ্গ তরুণীদের ভালবাসার শেষ নেই। সেই দেবের কিনা চক্ষু ছানাবড়া একজনকে সামনে দেখে! কে সেই ব্যক্তি? আদতে সেই নামটি হওয়া উচিত রুক্মিণী মৈত্র, কিন্তু না! আসলে সে দেবের জীবনে এক বিখ্যাত মানুষ। দেবের সঙ্গে তাঁর প্রফেশনাল সম্পর্কটাই বেশি। তিনি আর কেউ না, দেবের স্পা আন্টি।
খুদে আমায়রা, যিনি দেবের স্পা আন্টি তাঁকে দেখেই চোখ কপালে অভিনেতার। সেই ছোট থেকেই দেবের মাথা টিপে দেওয়া, পিঠে ঘাড়ে মালিশ করে দেওয়া, সব সে নিজে হাতেই করে থাকে। এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। তাঁর সঙ্গেই ছবি তুলেছেন দেব। ক্যাপশনে লিখলেন, স্পা আন্টি আবার শহরে। তাঁর সঙ্গে এক্কেবারে শিশু হয়ে যান অভিনেতা। শুধু তাই নয়, নাচানাচি, মারামারি সবই খুব স্বাভাবিক তাঁদের মধ্যে।
আরও পড়ুন < রহমানকে দিয়ে কাজ হচ্ছে না! সুরকারকে বাদ দিতে গিয়েও কেঁদে ফেলেন বরেণ্য পরিচালক >
স্পা আন্টি আমায়রা শহরে মানেই দেবের আনন্দ আর দেখে কে! একেই ফ্রীতে সার্ভিস, তার সঙ্গে দেদার খুনসুটি। দর্শকরাও বেশ উপভোগ করেন তাঁদের মধ্যে এই দুষ্টুমির সম্পর্ক। তবে, ধীরে ধীরে বড় হচ্ছে সে। এখন আর আগের মত ছটফটে স্বভাব আর নেই। বরং অনেকটাই শান্ত হয়ে গিয়েছে সে।