Dev-Ghatal Lok Sabha: বাঘ যেমন হরিণ স্বীকার করে, সবুজ আবির মেখে কার গলা জড়ালেন দেব?
Dev news: নির্বাচনে কীভাবে লড়তে হয় দেব যেন শিখিয়ে দিলেন। তৃণমূল প্রার্থী হয়েও দেব জয় শ্রী রাম শুনে বিরোধীকে জড়িয়ে ধরেন। আর আজ নিজের জয়ের মাত্রা নিশ্চিত করেই একদম সবুজে ঢেকে হাজির হলেন দেব
Dev news: নির্বাচনে কীভাবে লড়তে হয় দেব যেন শিখিয়ে দিলেন। তৃণমূল প্রার্থী হয়েও দেব জয় শ্রী রাম শুনে বিরোধীকে জড়িয়ে ধরেন। আর আজ নিজের জয়ের মাত্রা নিশ্চিত করেই একদম সবুজে ঢেকে হাজির হলেন দেব
Dev mp of ghatal shared a photo in green dress Loksabha elections
তিনি দেব তাঁকে দিয়ে সবই সম্ভব! আর এবার তো নিজের জয়ের কথা তিনি নিজেই জানিয়ে দিলেন। অভিনেতা গোটা নির্বাচন জুড়ে শুধুই সম্প্রীতির কথা শুনিয়ে গেলেন। বিরোধীদের উদ্দেশ্য করে একটা কথাও তাঁকে বলতে শোনা যায়নি।
Advertisment
দেব নিজেকে শান্ত রেখেছেন। মানুষের সঙ্গে কথা বলেছেন। তাঁর সঙ্গে মন দিয়ে নিজের কাজ করে গিয়েছেন। পশ্চিমবাংলার এমন কোনও জেলা বাদ পড়েনি যেখানে দেব যাননি। নির্বাচনে কীভাবে লড়তে হয় দেব যেন শিখিয়ে দিলেন। তৃণমূল প্রার্থী হয়েও দেব জয় শ্রী রাম শুনে বিরোধীকে জড়িয়ে ধরেন।
আর আজ নিজের জয়ের মাত্রা নিশ্চিত করেই একদম সবুজে ঢেকে হাজির হলেন দেব। সবুজ রঙের জামা। গায়ে সবুজ আবির, দেবের আনন্দ ধরছে না যেন। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় জয়ের মুহূর্তের ছবি শেয়ার করে লিখলেন, অবশেষে। তাঁর সঙ্গে ভারতের জাতীয় পতাকার ইমোজি জুড়ছেন।
Advertisment
উল্লেখ্য, দেবের কাছের মানুষদের তরফ থেকে এমনও একটি কার্টুন শেয়ার করা হয়েছে যে দেব একজন বাঘ। যে চুপ থাকে, কিন্তু বাগে পেলেই এই হরিণ স্বীকার করে। যদিওদেব এসব থেকে একদম পিছিয়ে। বরং তিনি যে পোস্ট শেয়ার করলেন তাতে দেখা যাচ্ছে, একটি বাঘ ও একটি হরিন গলা জড়িয়ে আছে।