/indian-express-bangla/media/media_files/2025/02/02/l1eWLgUpjCncVAkhrIiW.jpg)
Dev and Koel: বসন্ত পঞ্চমীতে দেব - কোয়েল একসঙ্গে... Photograph: (Instagram)
সরস্বতী পুজো উপলক্ষে বহুদিন পর দেখা গেল সেই জুটিকে, যাদের ফের একবার স্ক্রিনে দেখার অপেক্ষায় আছেন সকলে। মেয়ে হওয়ার পর কোয়েল কিছুদিন আগেই এসেছিলেন প্রকাশ্যে। আর আজ বাগ দেবীর আরাধনা করতেই দেবের সঙ্গে তাঁকে আবারও দেখা গেল।
দেব সকাল থেকে নিজের কাছের মানুষদের সঙ্গেই এই বিশেষ দিন উদযাপন করছেন। তাই কাছের মানুষদের সঙ্গে দেখা হল সেসব মুহূর্ত ফ্রেমবন্দি করে রেখেছেন তিনি। সকাল সকাল রঘু ডাকাতের শুভারম্ভের খবর দিয়েছেন তিনি। হাতে বড় খাঁড়া নিয়ে দাঁড়িয়ে সবাইকে তাঁকে লাগিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে তিনি লিখছেন...
"এবছরের সবথেকে সেরা এডভেঞ্চার এর জন্য তৈরি হন আপনারা।" দেবের সঙ্গে দেখা গেল ছবির অন্যান্য সদস্যদের। রঘু ডাকাত নিয়ে বহুদিন আলোচনা চলছে। এই ছবি কেন আসছে না, সেই নিয়েও অভিযোগ করেছিলেন বেশিরভাগ। কিন্তু, এইবছর পুজোতেই যে আসছে রঘু ডাকাত সেই খবর পাক্কা। তাঁর সঙ্গে সঙ্গে খাদানের প্রযোজক নিসপাল সিং রানে এবং কোয়েলের সঙ্গে দেখা করলেন দেব। বহুদিন পর আবার দেব কোয়েলকে একসঙ্গে দেখে আপ্লুত তাঁদের ভক্তরা।
জিতের পর দেবের সঙ্গে কোয়েলের জুটিকে সকলে খুব ভালবেসেছিলেন। কিন্তু সেই ককপিট ছবির পর তাঁদেরকে একসঙ্গে দেখা যায়নি। যদিও, ইয়ার্কি করে দেব বলেছিলেন খাদান ছবিতে নিসপালের সঙ্গে সময় কেটেছে সঙ্গে চেষ্টা করবেন পরে কোয়েলের সঙ্গে কাজ করেন। কিন্তু, তাঁর আগেই ফের একবার ফ্রেমবন্দি তাঁরা দুজন। কোয়েলের সঙ্গে কী কথা হল জানা না গেলেও অভিনেত্রীর বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে বহুদিন পর দেখা হয়ে যা কথা হল...
রঞ্জিত মল্লিকের সঙ্গে দেব কাজ করেছিলেন প্রেমের কাহিনী ছবিতে। অভিনেত্রীর বাবার সঙ্গে দেব নানা কথাই বললেন। কিন্তু, দেখা গেল বর্ষীয়ান অভিনেতার শরীরের খোঁজ খবর নেওয়ার সঙ্গে সঙ্গে এও বললেন, আপনি এখনও মত ইয়াং আছেন, বয়স কত হল? দেবের প্রশ্ন শুনে হাসতে হাসতেই তিনি বলেন, ৮০+... উত্তরটা শুনেই যেন ছিটকে গেলেন দেব। তাঁর থেকে একলাফ পেছনে গিয়ে বললেন, কী বলছেন? নিজেকে দেখেছেন?
এসমস্ত কথপোকথন সমাজ মাধ্যমে আজ ভাইরাল। যদিও বা দেবের এইবছর বেশ ফিল্মি হতে চলেছে। কারণ, রঘু ডাকাত তাঁর সঙ্গে সঙ্গে প্রজাপতি ২ ছবিও আসতে চলেছে।