এখনও ছবির নাম ঠিক হয়নি তবে শুটিং শুরু হয়ে গিয়েছে অনেকদিন। এই মূহুর্তে ছবির শুটিংয়ের জন্যই মালেশিয়ায় রয়েছেন তারা। চার বছর পর দেব আবার ছবি করছেন সুরিন্দর ফিল্মসের ব্যানারে। তবে বিপরীতে কোয়ল নন, রয়েছেন রুক্মিণী। রাজা চন্দের পরিচালনায় ক্রাইম থ্রিলারে কাজ করছেন দেব। কিছুদিন আগেই শুটিং হয়েছে টিটাগড়ের জুটমিলে। এবার গন্তব্য সোজা বিদেশ। মন মানে না, বলো না তুমি আমার, পাগলু টুয়ের মতো ছবি তৈরি হয়েছে নিসপাল সিংয়ের প্রযোজনাতেই।
ছবির চিত্রনাট্য লিখেছেন এন কে সলিল। শুটিংয়ের প্রথমদিনই রাজা চন্দের সঙ্গে ছবি টুইট করেছিলেন দেব। কিছুটা আবেগপ্রবণ হয়েছিলেন সুপারস্টার।
আরও পড়ুন, ওয়ার্ক আউটে ব্যস্ত শুভশ্রী, সামনে কি কোন ছবি রয়েছে?
ছবিতে নিজের ভূমিকাতেই অভিনয় করছেন দেব অর্থাৎ চরিত্রটা একজন অভিনেতার। আর রুক্মিণী সাংবাদিক। ছবিতে দেব-রুক্মিণী ছাড়াও রয়েছেন চন্দন সেন ও সঞ্জীব সরকার। শুটিং স্পট থেকে প্রায়ই ছবি নেটপাড়ায় দেন দেব।
শুধু দেব নয় পুরো টিম চুটিয়ে মজা করছে এই ছবির শুটিংয়ে। এন কে সলিল টুইটে লিখলেন, "ওরিজিনাল লোকেশানে বসে ওরিজিনাল স্ক্রিপ্টের চূড়ান্ত পর্বের কাজ চলছে। চেজিং সীনের সঠিক জায়গার খোঁজে বেরিয়েছি আমরা"। এরই মাঝে আড্ডা বসল জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। মন মানে না-র গান গাইতে নিজেই গিটার তুলে নিলেন সঙ্গীত পরিচালক।
তাহলে কি আবার মন মানে না- র সিক্যুয়েল আসার সম্ভবনা রয়েছে? সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। তবে এই সময় বেজায় ব্যস্ত দেব। নিজের দুটি ছবি ঘোষনা করেছেন তিনি- বিনয় বাদল দীনেশকে নিয়ে একটা ছবি, হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীও রয়েছে। তার মধ্যে শুরু করছেন সুবাসিনী মিস্ত্রির বায়োপিকের কাজ। সত্যিই মাল্টিটাস্কার দেব!