দেবের বাংলা আজও ঠিকমতো আসে না? এই নিয়ে চর্চা কম নয়। অভিনেতা যথেষ্ট চেষ্টা করছেন। প্রতিনিয়ত নিজেকে ভেঙে গড়ে নতুন কিছু দেওয়ার চেষ্টা করছেন। শুধু তাই নয়, সহজ কমার্শিয়াল ছবির বাইরে বেরিয়ে ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আসছেন তিনি।
Advertisment
কিন্তু, এতসবের পরেও দেবের বাংলা নিয়ে তুমুল চর্চা। আজও চিবিয়ে চিবিয়ে কথা বলেন? সহজে য ফল যুক্ত শব্দ উচ্চারণ করতে পারেন না? ডায়লগ বলতে গিয়ে হোঁচট খান তিনি? হাজার চেষ্টার পরেও তাঁর বাংলা নিয়ে কাটাছেঁড়া শেষ হচ্ছে না। আর গতকাল তো, নিজেই শুধরে দিলেন সবটা। বাংলা বলতে গিয়ে, যেই একটু আটকালেন, মনে পড়ল মানুষের কটূক্তি! সামলে নিলেন নিজের মতো করে।
বাঘা বাঘা হে ... গানটি বাচ্চারা গেয়েছেন। তাঁদের সঙ্গে নিয়েই গতকাল গান লঞ্চের অনুষ্ঠান রাখা হয়েছিল। কিন্তু, শহর কলকাতার নিম্নচাপ এবং বৃষ্টির কারণে বানচাল হল সেই অনুষ্ঠান। বাচ্চাদের দিকে তাকিয়েই দেব এই সিদ্ধান্ত নিলেন। লাইভ সেশনে এসেছিলেন অভিনেতা। সেখানেই বললেন, বাঘা যতীন স্কুলে যেতে পারেননি। বৃষ্টির কারণে অনুষ্ঠান ক্যানসেল করতে হয়েছে। অভিনেতার কথায়...
"ইভেন্ট আসবে যাবে। সিনেমা রিলিজ হতে থাকবে কিন্তু বাচ্চাদের স - সাস্ত্য... এই না! আমার বাংলা নিয়ে কোনও প্রশ্ন করবেন না কিন্তু। কথাটা স্বাস্থ্য ... বাচ্চাদের শরীরটা দেখার প্রয়োজন আছে। আমরা কথা যখন দিয়েছি তখন স্কুলে নিশ্চই যাব।" বাংলা নিয়ে হাজার কটাক্ষ শুনতে হয় তাঁকে। কিন্তু, এরপরও খুব স্বাভাবিকভাবে সবটা সামলে নিলেন। হাসির ছলেই জানিয়ে দিলেন, বাংলা তিনি সঠিকভাবেই বলতে পারেন তাই এই নিয়ে হাসাহাসির কিছুই নেই।
উল্লেখ্য, দেব বর্তমানে প্রধানের দু ধাপের শুটিং শেষ করে, বাঘা যতীনের প্রমোশন করতে ব্যস্ত। শুধু তাই নয়, একদিকে যেমন নতুন ছবি নিয়ে ব্যস্ততা তেমনই প্রমোশন। তার মধ্যে সামনে আবার পুজো। ডিসেম্বরে প্রধান রিলিজ করবে, সেই নিয়েও কাজ চলছে। আবার সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। একের পর এক ধামাকা নিয়ে আসতে চলেছেন।